Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

PAN হোল্ডারদের জন্য জরুরি আপডেট, ১০ হাজার টাকা জরিমানার ফাঁদে পড়ার আগে চেক করুন স্ট্যাটাস

হঠাৎই যদি কোনও আর্থিক লেনদেনে আপনার প্যান কার্ড অচল বলে জানানো হয়, তাহলে অবাক হবেন না। আধারের সঙ্গে লিঙ্ক না-থাকায়, দেশের লক্ষাধিক প্যান কার্ড ইতিমধ্যেই নিষ্ক্রিয় ঘোষণা করেছে আয়কর বিভাগ। আর এই নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করলে এবার গুনতে হতে পারে ১০,০০০ পর্যন্ত জরিমানা। প্যান এবং আধার লিঙ্ক করা বহুদিন ধরেই বাধ্যতামূলক করা হয়েছে সরকার পক্ষ থেকে। এতে যেমন অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা আনা সম্ভব, তেমনই কর ফাঁকি রোধেও বড় ভূমিকা নেবে বলে মত কর বিশেষজ্ঞদের।

কী কী প্রভাব পড়তে পারে নিষ্ক্রিয় প্যান কার্ডে?

আয়কর আইনের ২৭২বি ধারায় বলা হয়েছে, যদি কেউ নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে কোনও আর্থিক লেনদেন করেন, তাহলে সর্বোচ্চ ১০,০০০ জরিমানা ধার্য করা যেতে পারে। শুধু তাই নয়, এই নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন করতে পারবেন না, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন না, কিংবা বড় অঙ্কের জমা (৫০,০০০-এর বেশি) অথবা সম্পত্তি কেনাবেচাও করা যাবে না।আগে অবশ্য প্যান ও আধার লিঙ্ক না করলে মাত্র ১,০০০ জরিমানা নেওয়া হত, যা ২৩৪এইচ ধারায় ধার্য। তবে বর্তমান পরিস্থিতিতে তা ছাড়াও আলাদা ভাবে আর্থিক শাস্তির মুখে পড়তে পারেন নাগরিকরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নজরদারি

আয়কর দপ্তর এবার ব্যবহার করছে AI এবং ডেটা অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তি, যাতে বড় অঙ্কের ট্রান্সাকশন বা সন্দেহজনক আর্থিক লেনদেন দ্রুত চিহ্নিত করা যায়। বিশেষ করে যেখানে নিষ্ক্রিয় প্যান নম্বর ব্যবহার হচ্ছে, সেগুলি কড়া নজরে রাখা হচ্ছে।

এখনও করা যাবে লিঙ্ক

যাঁদের এখনও আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা হয়নি, তাঁদের জন্য রয়েছে শেষ সুযোগ। ১,০০০ লেট ফি দিয়ে অনলাইনে আধার-প্যান লিঙ্ক করলেই আবার প্যান অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আগের মতো সমস্ত আর্থিক কার্যকলাপে তা ব্যবহার করা যাবে।

FAQ: আপনার সাধারণ প্রশ্নের উত্তর

১. নিষ্ক্রিয় প্যান কার্ড কীভাবে চিহ্নিত করব?
আপনি অনলাইনে ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে নিজের প্যান নম্বর দিয়ে চেক করতে পারেন এটি সক্রিয় কিনা।

২. প্যান-আধার লিঙ্ক না থাকলে কী কী কাজ আটকে যাবে?
ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ট্যাক্স রিটার্ন ফাইল করা, এবং ৫০,০০০-এর বেশি ক্যাশ লেনদেন নিষিদ্ধ।

৩. প্যান কার্ড লিঙ্ক না থাকলে কী জরিমানা হবে?
আইনে সর্বোচ্চ ১০,০০০ জরিমানা ধার্য হতে পারে।

৪. প্যান লিঙ্ক করব কীভাবে?
আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ১,০০০ ফি দিয়ে অনলাইনেই আধার লিঙ্ক করা যায়।

৫. কতদিনের মধ্যে লিঙ্ক করতেই হবে?
সরকার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করলে, তার মধ্যেই লিঙ্ক সম্পূর্ণ করা জরুরি।