Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: লোকাল ট্রেনে এবার সিনিয়র সিটিজেনদের জন্য ‘স্পেশাল কামরা’, রেলের নতুন উদ্যোগ

মুম্বইয়ের ব্যস্ত লোকাল ট্রেন পরিষেবায় এবার বিশেষ নজর বয়স্ক নাগরিকদের দিকে। দেশের অন্যতম ব্যস্ত শহরে প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। তার মধ্যে প্রায় ৫০ হাজার যাত্রীই ষাটোর্ধ্ব। তাঁদের যাত্রাপথ যাতে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, সেদিকেই এবার উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। রেল সূত্রে জানা গিয়েছে, পশ্চিম ও মধ্য রেলওয়ের অধীনে চলা লোকাল ট্রেনগুলিতে বিশেষ কোচ সংযোজনের কাজ শুরু হয়েছে। পুরনো লাগেজ কম্পার্টমেন্টগুলি বদলে তৈরি হচ্ছে এই বিশেষ কোচ। প্রতিটি কোচে থাকবে ১৩টি বসার আসন ও প্রায় ৯১ জন যাত্রীর দাঁড়িয়ে যাওয়ার জায়গা।

কী কী সুবিধা থাকছে এই নতুন কোচে?

বয়স্ক যাত্রীদের কথা মাথায় রেখেই এই কোচগুলিতে আনা হয়েছে বেশ কিছু এর্গোনমিক আপগ্রেড। থাকবে গ্র্যাব পোল, স্পেশাল পার্টিশন, সহজে ওঠা-নামার সুবিধা, স্টেইনলেস স্টিলের আসন, জরুরি ল্যাডার এবং ভিনাইল সাইনেজ, যা চোখে পড়ার মতো। মধ্য রেলওয়ের মাতুঙ্গা ওয়ার্কশপে ইতিমধ্যেই প্রোটোটাইপ কোচ প্রস্তুত হয়েছে এবং তা পরীক্ষামূলকভাবে চালুও করা হয়েছে। পশ্চিম রেলওয়েতেও মোট ১০৫টি নন-এসি ইএমইউ রেক ও মধ্য রেলওয়ের ১৬৩টি রেকে এই রূপান্তরের কাজ চলবে। প্রতিটি ট্রেনে থাকবে একাধিক সংরক্ষিত কোচ।

কবে থেকে সম্পূর্ণ কার্যকর হবে প্রকল্পটি?

জানা যাচ্ছে, এই পরিকাঠামো পরিবর্তনের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫.৪ কোটি টাকা এবং আগামী সেপ্টেম্বর ২০২৬ সালের মধ্যে প্রকল্পটির সম্পূর্ণ রূপায়ণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

কেন এই সিদ্ধান্ত?

২০২২ সালে বোম্বে হাইকোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ ছিল, প্রতিটি ট্রেনে মাত্র ১৪টি আসন সংরক্ষিত থাকায় প্রবীণ যাত্রীরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যার সমাধানেই এবার এই প্রকল্প।

 পাঠকের সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

১. এই নতুন কোচগুলি কাদের জন্য প্রযোজ্য?
→ শুধুমাত্র সিনিয়র সিটিজেন (৬০ বছর বা তার বেশি) যাত্রীদের জন্য এই কোচ সংরক্ষিত থাকবে।

২. প্রতিটি কোচে কতজন যাত্রী বসতে পারবেন?
→ প্রতিটি কোচে ১৩টি বসার আসন ও প্রায় ৯১ জনের দাঁড়ানোর জায়গা থাকবে।

৩. এই কোচগুলি কবে থেকে চালু হবে?
→ মাতুঙ্গা থেকে পরীক্ষামূলক চালু হয়েছে। পুরো রূপায়ণ হবে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে।

৪. পশ্চিম রেল ও মধ্য রেল – দু’টোতেই কি এই সুবিধা মিলবে?
→ হ্যাঁ, উভয় রেল জোনেই মোট ২৬৮টি রেক-এ রূপান্তর করা হবে।

৫. রেলের খরচ কত ধরা হয়েছে এই প্রকল্পে?
→ রেলের ব্যয় নির্ধারিত হয়েছে প্রায় ৫.৪ কোটি।