ভারতীয় আয়কর বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব PAN–কোনেও Aadhaar–এর সাথে যুক্ত নেই বা ভুল নম্বর ব্যবহার করা হচ্ছে, সেগুলো “inoperative” হিসেবে চিহ্নিত করা হবে। সেক্ষেত্রে Section 272B অনুযায়ী প্রতিটি ট্রানজাকশনে সম্ভাব্য জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে সর্বোচ্চ ১০,০০০।গত কয়েক মাসে আধার–PAN সংযোগ বাধ্যতামূলক হওয়ায় বহু PAN লিঙ্ক না থাকায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আর্থিক লেনদেন যেমন—ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বড় অঙ্কের ক্যাশ জমা, স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ঋণ আবেদনের সময় অথবা ইকমার্স কেনাকাটায় PAN দাবি করা হলে, ‘inoperative’ PAN ব্যবহার করলেই শাস্তি চলবে।
লাইন ড্র’র মতো ভুয়ো বা ভুল PAN–Aadhaar নম্বর দেওয়ার ক্ষেত্রেও একই Section‑এর আওতায় একই জরিমানার বিষয়টি প্রযোজ্য। তবে Department জানিয়েছে, যারা সত্যিকার ভুলে এমন তথ্য ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে অনভিপ্রেত ত্রুটি হিসেবে দেখা হবে।আয়কর বিভাগ প্রযুক্তি নির্ভরভাবে AI ও ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে suspect —বিশেষত “inoperative” PAN–এর ব্যবহার, ভুল তথ্য, রিফান্ড বা return ফাইলিং–এর তথ্য রয়েছে এমন নিচু বা সন্দেহজনক লেনদেনগুলো চিহ্নিত করতেছে। ফলে ტრানজাকশনের সময়েই সয়ংক্রিয়ভাবে ঝুঁকিপূর্ণ অ্যাকশন নেয়া হবে।এরই মধ্যে সহায়ক হিসেবে নাগরিকদের একটি উপায় দেওয়া হয়েছে—যদি PAN–Aadhaar link না থাকেন, তা অবিলম্বে করা দরকার। অনলাইনে সহজেই ID তথ্য ঠিক যুক্ত করে পুনরায় ‘operative’ হিসেবে ব্যবহারযোগ্য করা যাবে।
এছাড়া duplicate PAN থাকার ক্ষেত্রে তা বাতিল করে একটি সক্রিয় PAN থাকা বাধ্যতামূলক বলে নির্দেশ দেয়া হয়েছে। একটি ভুল ডকুমেন্টের জন্য অন্য কোনো আর্থিক সুযোগ আটকে থাকার ঝুঁকিও তৈরি হতে পারে।এই উদ্যোগের পেছনে বড় লক্ষ্য হলো আর্থিক পারদর্শিতা বাড়ানো, tax evasion নিয়ন্ত্রণে রাখা এবং ডিজিটাল ইনকাম ট্যাক্স ব্যবস্থা বাস্তবায়ন সহজ করা।
FAQ: সাধারণ ৫টি প্রশ্ন ও উত্তর
১. কী এই “inoperative PAN”?
যে PAN–কে Aadhaar–এর সাথে লিঙ্ক না করা হয়েছে, তা নিষ্ক্রিয় বা “inoperative” হিসাবে বিবেচিত হয়।
২. ভুল নম্বর দিলে কি শুধুমাত্র PAN নয়, কি Aadhaar নয়?
হ্যাঁ, PAN বা Aadhaar ভুল দেওয়াটেও প্রতিটি ক্ষেত্রে ১০,০০০ জরিমানা হতে পারে।
৩. genuinely mistake করলে কি শাস্তি দিতে বাধ্য?
সত্যিকারের ভুলের ক্ষেত্রে জরিমানা ছাড়া অন্য ব্যবস্থা জরুরি হবে না বলে Department জানিয়েছে।
৪. ভুল PAN থাকলে ব্যাংক অ্যাকাউন্টে কি সমস্যা হবে?
হ্যা, inoperative PAN–এর ভিত্তিতে কোনো আর্থিক ট্রানজাকশন—বিনিয়োগ অথবা টাকা টেনে নেওয়া—বাধাগ্রস্ত হতে পারে।
৫. duplicate PAN থাকলে কি করণীয়?
একাধিক PAN থাকলে অন্যগুলো বাতিল করে শুধুমাত্র একটি সক্রিয় PAN রাখতে হবে।