Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: টাকা ছাড়াই ট্রেনের টিকিট, ভারতীয় রেলের নয়া স্কিমে কীভাবে পাবেন সুবিধা জানুন

ট্রেনের টিকিট বুক করার সময় যদি পকেটে টাকা না থাকে, তা হলেও আর চিন্তা নেই। ভারতীয় রেল ও IRCTC মিলিয়ে এমন এক পরিষেবা এনেছে, যা সাধারণ যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে। চালু হয়েছে Book Now, Pay Later পরিষেবা। অর্থাৎ এখন টিকিট কনফার্ম করে পরবর্তী ১৪ দিনের মধ্যে দাম মেটানো যাবে।এই পরিষেবা চালু হয়েছে Arthashastra Fintech Pvt Ltd নামক একটি ফিনটেক সংস্থার সহায়তায়। ট্রেনের সাধারন ও তৎকাল টিকিট ছাড়াও এই সুবিধা মিলবে বিমানের টিকিট এবং IRCTC–র অধীনে থাকা বিভিন্ন ট্যুর প্যাকেজ বুক করার ক্ষেত্রেও।

সাধারণত অনলাইনে রেল টিকিট বুক করার সময় সঙ্গে সঙ্গে পেমেন্ট না করলে বুকিং কনফার্ম হয় না। কিন্তু নতুন এই পরিষেবায় আগাম অর্থ দেওয়ার প্রয়োজন নেই। টিকিট বুক করলেই কনফার্ম, আর টাকা মেটানোর সময় পাবেন ১৪ দিন।তবে এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে—৩.৫ শতাংশ অতিরিক্ত সার্ভিস চার্জ। অর্থাৎ আপনি যদি “Book Now, Pay Later” বেছে নেন, তবে নির্ধারিত টিকিট মূল্যের সঙ্গে সামান্য অতিরিক্ত অর্থও পরিশোধ করতে হবে।

ট্রেন, প্লেন বা প্যাকেজ বুকিং করার সময় অনেকেই হয়তো সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে পারেন না বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৎক্ষণাৎ টাকা থাকে না। এমন পরিস্থিতিতে এই পরিষেবাটি অত্যন্ত কার্যকর। ডেবিট বা ক্রেডিট কার্ড না থাকলেও কাজ হবে। এমনকি কোনও ওয়ালেট ব্যালেন্স না থাকলেও আপনি টিকিট বুক করতে পারবেন।IRCTC-এর দাবি, এই উদ্যোগে ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা আসবে এবং আরও বেশি মানুষ অনলাইন বুকিংয়ের দিকে এগিয়ে আসবেন। সরকারি পর্যায়ে এই ধরণের ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি ভারতীয় ট্রেন ব্যবস্থায় এবারই প্রথম।

 প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQ)

১. “Book Now, Pay Later” কী ধরনের টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য?
এই পরিষেবা সাধারণ ও তৎকাল ট্রেন টিকিট ছাড়াও বিমানের টিকিট ও IRCTC পরিচালিত ট্যুর প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য।

২. এই পরিষেবায় টাকা না দিলে কি বুকিং ক্যানসেল হয়ে যাবে?
হ্যাঁ, যদি ১৪ দিনের মধ্যে আপনি টাকা না দেন, তাহলে বুকিং বাতিল হতে পারে এবং জরিমানা আরোপ হতে পারে।

৩. সার্ভিস চার্জ কত শতাংশ দিতে হবে?
এই ফিচার ব্যবহারে আপনাকে ৩.৫% অতিরিক্ত সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

৪. কীভাবে এই সুবিধা পাবো?
IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে বুকিংয়ের সময় ‘Book Now, Pay Later’ অপশনটি বেছে নিতে হবে।

৫. কারা এই সুবিধার জন্য যোগ্য?
যে কোনও IRCTC রেজিস্টার্ড ইউজার এই পরিষেবা নিতে পারেন, তবে নির্দিষ্ট কিছু ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।