Hoop VideoHoop Viral

মালিকের সঙ্গে শরীরের খেলায় মেতে উঠলো কাজের মাসি, সাহসী দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ

আজকালকার দিনে মানুষের কাছে বিনোদন জগতের থেকে চাহিদা সমূহ বদলে যাচ্ছে। গত পাঁচ বছর আগে অব্দি মানুষের কাছে মাধ্যমের অপর নাম ছিল সংবাদপত্র, টেলিভিশন ও রুপোলি পর্দা। কিন্তু বর্তমানে এসবকে ছাপিয়ে গেছে ডিজিট্যাল মাধ্যম। এখন মোটামুটি সব বয়সের মানুষই মোবাইল নির্ভর হয়ে পড়ছেন। তাই এখন বিনোদন ও মনোরঞ্জনের অন্যতম যন্ত্র ‘মোবাইল’ মানুষের কাছে সর্বেসর্বা হয়ে উঠেছে। আর এই ভ্রাম্যমান যুগে চলচ্চিত্রের থেকে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসিরিজের জনপ্রিয়তা।

ওয়েবসিরিজের জন্য বর্তমানে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ অন্তর্জালিক মাধ্যমে। হিন্দি, ইংরেজির পাশাপাশি এখন আঞ্চলিক সব ভাষাতেও ওয়েবসিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। সেই সকনগে পাল্লা দিয়ে বেড়েছে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ওয়েবসিরিজের জনপ্রিয়তাও। এর এই ধরণের সিরিজ বানিয়ে ইতিমধ্যে ভক্ত মহলে নাম কুড়িয়েছে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম। যার মধ্যে অন্যতম হল ‘অলট বালাজি’, ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘কোকু’, ‘প্রাইম শর্টস’, ‘সিনে প্রাইম’ প্রভৃতি। তবে সবার মধ্যে জনপ্রিয়তার শিখরে এখন ‘উল্লু’র ওয়েবসিরিজগুলি।

কিছুমাস আগে উল্লু ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তিপ্রাপ্ত ‘জলেবি বাই’ ওয়েবসিরিজের দ্বিতীয় ভাগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বলা বাহুল্য, এই সিরিজের প্রথম ভাগটি সাহসী সব দৃশ্যের জন্য গোপনে জনপ্রিয়তা পেয়েছিল। আর দ্বিতীয় ভাগেও সেই বিষয়টি বর্তমান। প্রথম সিজনের মতো এই সিজনেও এক মহিলার শারীরিক চাহিদাকে বর্ণনা করা হয়েছে। এই ভাগে দেখা যাচ্ছে একজন বাড়ির পরিচারিকা আচমকা নিজের শরীরের খিদে উপলব্ধ করে। আর সেই উপলব্ধি থেকেই তার সঙ্গে ঘটে বেশ কিছু ঘটনা। এভাবেই সিরিজের ক্লাইম্যাক্স টেনেছেন নির্মাতারা। তবে সিরিজের শেষের দিকে রয়েছে একাধিক চমক। যা জানার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এই সিরিজ।

প্রথম ভাগের মতো এই ভাগেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋদ্ধিমা তেওয়ারীকে। এই পার্টেও তার বেশ কিছু সাহসী দৃশ্য কমবয়সী দর্শকদের কাছে নয়নাভিরাম হয়েছে। এছাড়াও এই ভাগে দেখা গেছে অভিনেত্রী প্রাযক্তা দুসনে এবং অলিনা সেনকে। এই দুই অভিনেত্রীর শারীরিক পরিভাষা বেশ নজরকাড়া। এই সিরিজটি দেখতে হলে আপনাকে অবশ্যই উল্লু এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিতে হবে।