Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Jio-র নতুন ধামাকা, ৫৬ দিনের রিচার্জে আনলিমিটেড 5G ডেটা ও কলিং

টেলিকম দুনিয়ায় আবার একবার আলোড়ন তুলল জিও। এবার সংস্থাটি নিয়ে এসেছে এমন একটি রিচার্জ প্ল্যান, যা একাধারে সাশ্রয়ী, দীর্ঘমেয়াদি এবং একাধিক সুবিধায় সমৃদ্ধ।সম্প্রতি জিও চালু করেছে তাদের নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, যার মেয়াদ ৫৬ দিন। প্ল্যানটির মূল্য ধার্য করা হয়েছে প্রায় ₹৫৭৯। এই প্ল্যানে গ্রাহকদের জন্য রয়েছে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ, সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটার সুবিধাও থাকছে। তবে এই পরিষেবা উপভোগ করতে গ্রাহকের অবশ্যই ৫জি-সাপোর্টেড মোবাইল থাকতে হবে এবং তাঁদের অবস্থান অবশ্যই জিওর ৫জি কভারেজ এরিয়ার মধ্যে হতে হবে।

এখানেই শেষ নয়, এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা, যা সমস্ত মোবাইল নেটওয়ার্কে প্রযোজ্য। প্রতিদিন গ্রাহক পাঠাতে পারবেন ১০০টি এসএমএস। এছাড়া বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে জিওর জনপ্রিয় অ্যাপস—JioCinema, JioTV ও JioCloud-এ।বিশেষজ্ঞদের মতে, এই প্ল্যানটি মূলত সেই সমস্ত গ্রাহকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যাঁরা মধ্যমেয়াদি রিচার্জ ব্যবহার করতে আগ্রহী এবং যাঁরা বারবার রিচার্জ করতে চান না। পাশাপাশি, যারা ইতিমধ্যেই ৫জি স্মার্টফোন ব্যবহার করছেন, তাঁদের জন্য এটি একেবারে উপযুক্ত বিকল্প।জিওর এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, তারা তাদের ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে জোর দিতে চাইছে এবং ক্রমবর্ধমান ৫জি ব্যবহারকারীদের দৃষ্টিতে আরও গ্রহণযোগ্য হতে চাইছে। বাজারে যখন একের পর এক সংস্থা প্রতিযোগিতায় নেমেছে, তখন গ্রাহকদের আকৃষ্ট করতে এমন এক প্যাকেজ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রশ্নোত্তর পর্ব (FAQ):

১. এই জিও প্ল্যানের বৈধতা কতদিন?
এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন।

২. প্রতিদিন কতটা ডেটা পাওয়া যাবে?
প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, সঙ্গে থাকছে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধা।

৩. কলিং এবং মেসেজের সুবিধা কী কী?
সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস।

৪. প্ল্যানে কি OTT অ্যাপসের সাবস্ক্রিপশনও থাকছে?
হ্যাঁ, গ্রাহক বিনামূল্যে ব্যবহার করতে পারবেন JioCinema, JioTV ও JioCloud।

৫. কারা এই প্ল্যানটি ব্যবহার করতে উপযুক্ত?
মধ্যমেয়াদি রিচার্জ খোঁজা গ্রাহক এবং ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি যথোপযুক্ত।