Hoop StoryHoop Viral

Viral: ‘কাঁচাবাদাম’ পৌঁছে গেল ফ্রান্সে, বাংলা গানে কোমর দুলিয়ে উদ্দাম নাচ বিদেশিদের, ভাইরাল ভিডিও

বীরভূমের বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)-এর ‘কাঁচা বাদাম’ আফ্রিকান সঙ্গীত পরিচালক ডেভিড স্কট (David Scott) ওরফে ‘দ্য কিফনেস’-এর দৌলতে আগেই পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতে। এবার তা পৌঁছে গেল ফ্রান্সে।

ফ্রান্সের জনপ্রিয় জিকা (Jika) সম্প্রতি ভারতের মাটিতেও পরিচিতি লাভ করেছেন। তাঁর ‘নাতু নাতু’ গানের ইন্সটাগ্রাম রিল তাঁকে জনপ্রিয়তা দিয়েছে। এবার ফ্রান্সের রাস্তায় ‘কাঁচা বাদাম’ গানে নাচ করলেন জিকা। তবে একদম নিজস্ব স্টাইলে। ভারতের অনুরাগীদের ইচ্ছাপূরণ করতেই জিকা ও তাঁর দুই বন্ধু এই গানে নেচেছেন। ইতিমধ্যেই জিকার কাঁচা বাদাম রিলের ভিউয়ার্স ইন্সটাগ্রামে চার লক্ষ ছাড়িয়ে গিয়েছে। লাইক করেছেন প্রায় আটচল্লিশ হাজার নেটিজেন। ভারতীয় অনুরাগীরা জিকাকে অনেক ভালোবাসা জানিয়েছেন। তাঁদের মতে, এটাই এখনও অবধি সেরা ‘কাঁচা বাদাম’ রিল।

এর আগে ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ কাঁচা বাদাম-এর রিমিক্স ভার্সন বানিয়েছিলেন যা রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে ‘কাঁচা বাদাম’ গানটির রিমিক্স শেয়ার করে ডেভিড লিখেছিলেন, ভুবন বাদ্যকরের গানটি রিমিক্স করে তিনি গর্বিত। এই গানটি তাঁর ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে। ভুবনের সঙ্গে ডেভিড মঞ্চে ‘কাঁচা বাদাম’-এর রিমিক্স ভার্সনের অফিশিয়াল মিউজিক ভিডিওটি রিলিজ করতে চেয়েছিলেন। এমনকি এই মিউজিক ভিডিও থেকে যা উপার্জন হবে, তার অংশ তিনি ভুবনকে দিতে চেয়েছিলেন।

পেটের তাগিদে বাদাম বিক্রির জন্য গানকে বেছে নিয়েছিলেন ভুবন। নিজের কথা ও সুরে কাঁচা বাদাম গেয়ে জনপ্রিয় হয়েছে। এমনকি ভারতেও এই গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে ইউটিউবে।

 

View this post on Instagram

 

A post shared by Jika (@jikamanu)

Related Articles