ঠান্ডা হাওয়া বইছিল, মেঘে ঢাকা আকাশ, সঙ্গে টানা তিন দিন ধরে এক দৃশ্যের শ্যুট — বলিউডের অন্যতম জনপ্রিয় ছবির একটি স্মরণীয় মুহূর্তের পেছনে ছিল এমনই কঠিন বাস্তবতা। করিশ্মা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিলেন ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত রাজা হিন্দুস্তানি ছবিতে আমির খানের সঙ্গে তাঁর প্রথম অনস্ক্রিন কিসিং সিনের অভিজ্ঞতা।
ছবির সেই বিখ্যাত দৃশ্যটি শ্যুট হয়েছিল ওটিতে, ফেব্রুয়ারির কনকনে ঠান্ডায়। শ্যুট চলেছিল ভোর ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। ঠান্ডায় কাঁপছিলেন দুই তারকাই। করিশ্মা বলছেন, “আমরা দু’জনেই শিউরে উঠছিলাম একেকটা টেকের মাঝে।” ঠান্ডা আবহাওয়া আর দীর্ঘ সময় ধরে চলা শ্যুটিং তাঁদের জন্য ছিল মানসিক ও শারীরিক দিক থেকে এক বড় চ্যালেঞ্জ।
এই দৃশ্যটি ছিল করিশ্মা কাপুরের কেরিয়ারের প্রথম চুম্বনের দৃশ্য। তাতে স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তি ছিল অভিনেত্রীর মনে। তবে পাশে ছিলেন তাঁর মা, ববিতা কাপুর। তিনিই ছিলেন মেয়ে করিশ্মার সাহস ও মানসিক শক্তির ভরসা। শ্যুটিংয়ের পুরো তিন দিন মা মেয়ে পাশে থেকেছেন একান্তভাবে।
ছবির পরিচালক ধর্মেশ দর্শন এই দৃশ্যের গুরুত্ব ও সংবেদনশীলতা সম্পর্কে অবগত ছিলেন। তিনি নিশ্চিত করেছিলেন, দৃশ্যটি যেন ‘সেন্সুয়াল’ না হয়ে পড়ে, বরং কাহিনির আবেগঘন ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। সেইমতোই পরিকল্পনা ও ক্যামেরার ভাষায় তৈরি হয়েছিল দৃশ্যটি।
রাজা হিন্দুস্তানি মুক্তি পায় ১৯৯৬ সালের ১৫ নভেম্বর। মুক্তির পর তা হয়ে ওঠে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি। বক্স অফিসে ছবিটি উপার্জন করে প্রায় ₹৭৬.৩৪ কোটি। শুধু তাই নয়, এই ছবির গানের অ্যালবামও দারুণ সাফল্য পায়। প্রায় ১.১ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়— যা তখনকার সময়ে এক নজিরবিহীন ঘটনা।
করিশ্মা কাপুর ও আমির খানের সেই অনবদ্য অভিনয়, সঙ্গে আবেগঘন মুহূর্তগুলি আজও বলিউডপ্রেমীদের মনে দাগ কেটে আছে। দীর্ঘ সময় পর হলেও সেই সব শ্যুটিংয়ের দিনগুলোর কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন করিশ্মা। তাঁর মতে, “সেই কিস ছিল কেবলমাত্র দৃশ্য নয়, বরং এক চরিত্রের ভেতরের অনুভবের বহিঃপ্রকাশ।”
আজও সেই দৃশ্য বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত, এবং রাজা হিন্দুস্তানি থেকে পাওয়া এই অভিজ্ঞতা করিশ্মার কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।