whatsapp channel

কেষ্টপুরের ‘মাস্টারদা স্মৃতি সংঘ’-এর মণ্ডপে এবারের থিম সুশান্ত সিং রাজপুত

এ বছরের প্রথম দিকে তরুণ প্রজন্মের এক নায়ক আমাদের ছেড়ে চলে যান। তিনি হলেন সুশান্ত সিং রাজপুত। সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুত। তাকে শ্রদ্ধা জানাতে এবার কলকাতার…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

এ বছরের প্রথম দিকে তরুণ প্রজন্মের এক নায়ক আমাদের ছেড়ে চলে যান। তিনি হলেন সুশান্ত সিং রাজপুত। সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুত। তাকে শ্রদ্ধা জানাতে এবার কলকাতার এক পুজো মণ্ডপ সিদ্ধান্ত নিল তাকে ঘিরেই এবারে দূর্গাপূজার মূল থিম তৈরী করবেন তারা। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘের মন্ডপের এবারের মূল থিম সুশান্ত সিং রাজপুত।

Advertisements

এবারে কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘের পূজো ৬৮ বছর পূর্ণ হবে। শুধুমাত্র পুজোমণ্ডপে নয় কার্তিকের মুখ হচ্ছে সুশান্তের মুখের আদলে। এ প্রসঙ্গে পুজোর কর্মকর্তারা জানিয়েছেন, ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করে বাঙালিকে মুগ্ধ করেছেন এই নতুন প্রজন্মের একজন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই হিসাবে দেখতে গেলে আমরা এক বাঙালি অভিনেতাকেও হারিয়েছি। সুশান্তের চেহারার সঙ্গে কার্তিকের চেহারার অনেক মিল পেয়েছেন এখানকার পুজো উদ্যোক্তারা। তাই তারা ভেবেছেন, কার্তিকের মুখখানা ও সুশান্তের মতোই করবেন তারা।

Advertisements

এ বছর তাদের থিমের নাম ‘মুক্তি পথের সন্ধানে মহিষাসুরমর্দিনী উপাখ্যান’। মণ্ডপসজ্জা হয়েছে সম্পূর্ণ হস্ত শিল্পের মাধ্যমে। গোটা বিশ্বজুড়ে করোনা আবহে কাজ হারিয়েছেন অনেক মানুষ। আর সেই সমস্ত ক্ষতিগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ানোই এখানকার পুজোর উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য। সুশান্তের মুখ আঁকা হবে পটচিত্রে। আর সেই পটচিত্রই রাখা হবে মণ্ডপে।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media