Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Joka Esplanade Metro: মেট্রো যাত্রায় নতুন মাত্রা, জোকা-এসপ্ল্যানেড রুটে যুক্ত হচ্ছে একাধিক নতুন স্টেশন

তিন বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা প্রকল্পে অবশেষে আশার আলো দেখল শহরবাসী। আলিপুর বডিগার্ড লাইনের জমি নিয়ে জট কাটল রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপে। কিডডারপোর মেট্রো স্টেশনের নির্মাণে এবার আর বাধা থাকল না। জোকা-এসপ্লানেড মেট্রো প্রকল্পের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য জমির ছাড়পত্র পেয়ে পুরোদমে শুরু হতে চলেছে কাজ। সূত্র অনুযায়ী, বডিগার্ড লাইন এলাকার মোট ৮৩৭ বর্গমিটার জমি স্থায়ীভাবে ব্যবহারের অনুমতি পেয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি ১,৭০২ বর্গমিটার জমি সাময়িকভাবে ব্যবহারের ছাড়পত্রও দেওয়া হয়েছে, যা মূলত রোড ওয়াইডেনিং, ভেন্টিলেশন শ্যাফট এবং এমারজেন্সি এক্সিট তৈরিতে ব্যবহৃত হবে। অনুমান করা হচ্ছে, তিন বছরের মধ্যে সাময়িক জমি ফেরত দেওয়া হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

তবে জমির ব্যবহারে শর্তও জুড়ে দিয়েছে প্রশাসন। বডিগার্ড লাইনের অভ্যন্তরে থাকা ঐতিহাসিক ‘ধোবি লাইন্স’-এর অবকাঠামো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। তাছাড়া নির্মাণ পরবর্তী সময়ে স্থানান্তরিত এলাকাগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে মেট্রো কর্তৃপক্ষকে। এই জমি ছাড়পত্রের ফলে কিডডারপোর ভূগর্ভস্থ মেট্রো স্টেশন নির্মাণের কাজ শুরু করা যাবে। ১৪ কিমি দীর্ঘ জোকা-এসপ্লানেড করিডর এর অন্তর্গত এই স্টেশনটির মাধ্যমে আরও বিস্তৃত হবে শহরের মেট্রো সংযোগ। পাশাপাশি ১.৬ কিমি বাড়তি টানেল তৈরি করে ইডেন গার্ডেন্স পর্যন্ত মেট্রো সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৭.৭ কিমি Purple Line চালু রয়েছে। অন্যদিকে, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এসপ্লানেড এবং মোমিনপুর—এই চারটি গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ স্টেশনের কাজ ইতিমধ্যেই চলমান। এই ছাড়পত্রের ফলে একদিকে যেমন বাণিজ্যিক এলাকার সঙ্গে আরও সহজ যোগাযোগ তৈরি হবে, তেমনই কমবে শহরের উপর চাপ। পরিবহন ব্যবস্থা আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলবে এই নয়া পরিকাঠামো।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

১. কোন জায়গায় এই জমি উত্তোলনের ছাড় পাওয়া গেল?
আলিপুর বডিগার্ড লাইনে ৮৩৭ বর্গমিটার স্থায়ী এবং ১,৭০২ বর্গমিটার সাময়িক জমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

২. জমি ব্যবহারের মেয়াদ কতদিন?
প্রায় তিন বছরের জন্য সাময়িক জমির ছাড়পত্র দেওয়া হয়েছে।

৩. জমি ব্যবহারের কি শর্ত আছে?
ধোবি লাইন্স অক্ষত রাখতে হবে এবং কাজ শেষে সব কিছু পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

৪. কিডডারপোর স্টেশনটি কোন মেট্রো প্রকল্পের অন্তর্গত?
জোকা-এসপ্লানেড ১৪ কিমি মেট্রো করিডরের অংশ এটি।

৫. বর্তমানে Purple Line কোথা থেকে কোথা পর্যন্ত চালু রয়েছে?
জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৭.৭ কিমি রুট বর্তমানে চালু।