কলকাতাবাসীর জন্য আসছে নতুন উপহার—শহরের মেট্রো নেটওয়ার্কে যোগ হচ্ছে একসঙ্গে তিনটি নতুন রুট। আগামী ২২ আগস্ট এই নতুন পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই সম্প্রসারণ শহরের গণপরিবহনের চেহারা বদলে দেবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে বড় চমক থাকছে গ্রীন লাইন-এর ২.৬ কিমি দীর্ঘ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সংযোগ। এর ফলে শহরের দুই ব্যস্ততম কেন্দ্র সরাসরি মেট্রো রুটে যুক্ত হবে। ইয়েলো লাইন (পর্ব–১)-এর আওতায় নোয়াপাড়া থেকে বিমানবন্দর (জয় হিন্দ) পর্যন্ত প্রায় ৭ কিমি দীর্ঘ করিডর চালু হবে। অন্যদিকে, অরেঞ্জ লাইন (পর্ব–২)-এ রুবি থেকে মেট্রোপলিটন (বেলেঘাটা) পর্যন্ত ৪.৪–৪.৫ কিমি নতুন অংশ যাত্রা শুরু করবে।
১১ আগস্ট রেল বোর্ডের সিনিয়র আধিকারিক ব্রজ মোহন আগরওয়াল তিনটি রুটই ঘুরে দেখেছেন, যাতে সময়মতো সবকিছু প্রস্তুত থাকে। নিরাপত্তা ও লজিস্টিক কারণে মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে ইয়েলো লাইনের জেসোর রোড মেট্রো স্টেশনে, যেটি ভূ-পৃষ্ঠের ওপর অবস্থিত হওয়ায় বিশাল আয়োজনের জন্য সুবিধাজনক। নোয়াপাড়া–বিমানবন্দর রুট চালুর আগে কমিশনার অব রেলওয়ে সেফটি (CRS) ওই অংশ পরিদর্শন করবেন। নিরাপত্তা ছাড়পত্র পাওয়া সাপেক্ষে এই রুট চালু হবে। সবুজ সংকেত মিললেই তিনটি রুটই একসঙ্গে খুলে যাবে যাত্রীদের জন্য, যা উত্তর, পূর্ব ও দক্ষিণ কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও সহজ করবে। বিশেষজ্ঞদের মতে, এই সম্প্রসারণ শহরের ভ্রমণ সময় কমিয়ে আনবে, যানজট হ্রাস করবে এবং বিমানবন্দরের সঙ্গে মেট্রো সংযোগকে আরও কার্যকর করে তুলবে। সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের কাছেও এই পরিষেবা অত্যন্ত লাভজনক হবে।
প্রশ্নোত্তর (FAQ)
১. কবে নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে?
আগামী ২২ আগস্ট উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
২. কোন তিনটি রুট চালু হবে?
গ্রীন লাইন (এসপ্ল্যানেড–শিয়ালদহ), ইয়েলো লাইন (নোয়াপাড়া–বিমানবন্দর) এবং অরেঞ্জ লাইন (রুবি–মেট্রোপলিটন)।
৩. উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে?
ইয়েলো লাইনের জেসোর রোড মেট্রো স্টেশনে।
৪. মোট কত কিমি নতুন মেট্রো লাইন যোগ হচ্ছে?
প্রায় ১৪ কিমি মিলিয়ে তিনটি রুট।
৫. উদ্বোধনের আগে কী ধরনের পরীক্ষা হবে?
কমিশনার অব রেলওয়ে সেফটি (CRS) নিরাপত্তা পরিদর্শন করবেন।