পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সব গ্রাহককেই করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজ, নাহলেই ব্লক হয়ে যাবে অ্যাকাউন্ট
ভারতের মতো উন্নয়নশীল দেশে বর্তমান সময়ে টাকা লেনদেনের বিষয়টি কমবেশি সকলের কাছেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আর এই টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা খুবই জরুরি একটি বিষয় সকলের কাছেই। বলা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন সকলেরই পড়ে। সে রোজগারের টাকা সুরক্ষিতভাবে রাখা হোক বা অনলাইনে টাকা লেনদেন কিংবা দূরের কাউকে টাকা ট্রান্সফার করা- এই সমস্ত কাজের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা ভীষণ জরুরি।
এখন অনেকেই নানা কাজের জন্য নানা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন। আর দেশের জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সম্প্রতি এই ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য একটি বড়সড় বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে ব্যাঙ্ক জানিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশিকা মেনে গ্রাহকদের একটি কাজ খুব জলদি করতে হবে। অ্যাকাউন্টের গতিবিধি নির্ঝঞ্ঝাট করতে করতে ১৮ ই ডিসেম্বরের আগে এই ব্যাঙ্কের গ্রাহকদের KYC তথ্য আপডেট করতে বলেছে। এই কাজটি অনলাইন ও অফলাইনে করা যায়। একনজরে দেখে নিন সেইসব পদ্ধতি
● অফলাইনে KYC আপডেট: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের তাদের সর্বশেষ তথ্য যেমন পরিচয় প্রমাণ, ঠিকানা প্রমাণ, সাম্প্রতিক ছবি, প্যান, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর বা অন্য কোন KYC তথ্য তাদের শাখায় জমা করতে হবে। আর এই আৰ ডকুমেন্ট জমা করলেই তাদের কাজটি সম্পূর্ন হবে।
● অনলাইনে KYC আপডেট: গ্রাহকরা পিএনবি ওয়ান এপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা (IBS), নিবন্ধিত ইমেমের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে যেকোনো শাখায় গিয়ে এটি করতে পারেন। তবে ১৮ ডিসেম্বর ২০২৩ এর আগে আপডেট করুন. মনে রাখবেন যে এই সময়সীমা সেই সমস্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য যাদের অ্যাকাউন্টে এখনও ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত KYC আপডেট করা হয়নি।