ফ্যাশনেবল লেডিস ব্যাগের ইউনিক ও স্টাইলিশ কয়েকটি সেরা কালেকশন
পুজো আর মাত্র কয়েকদিন বাকি। পুজোর সাজের সঙ্গে অবশ্যই একটি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস হল ব্যাগ।
তবে সব রকম পোশাকের সঙ্গে সব ব্যাগ মানায় না। পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে একটা জলের বোতল, মোবাইল ফোন একটা ছাতা সানগ্লাস, আর এবারের নতুন সংযোজন হ্যান্ড স্যানিটাইজার আর এক্সট্রা দুই-একটা মাস্ক ইত্যাদি টুকিটাকি জিনিস রাখার জন্য আপনাকে কিন্তু সর্বদা একটা ব্যাগ রাখতেই হবে।
যদি শিফন পরে থাকেন তাহলে তার সাথে হাতে ছোট্ট ভ্যানিটি ব্যাগ ক্যারি করুন। জিন্স টপ পালাজো কিংবা স্কার্টের সঙ্গে ক্যারি করতে পারেন সুন্দর জুটের ব্যাগ। আর সালোয়ার-কামিজের সঙ্গে অবশ্যই ক্যারি করুন কাঁধে ঝোলানো সুন্দর ব্যাগ।
ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে অবশ্যই ক্যারি করতে পারেন একটু দামি চামড়ার ব্যাগ। এই সমস্ত ব্যাগ হয়তো ঝকঝকে হয় না। কিন্তু ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে চামড়ার ব্যাগ বেশ মানাবে।
যদি খুব একটা বড় ব্যাগ ক্যারি করতে না চান তাহলে সকালবেলা ঠাকুর দেখতে বেরিয়ে হাতে রাখতে পারেন ছোট্ট পার্স। তবে আর দেরি না করে এবার শাড়ির রঙের সঙ্গে কিনে ফেলুন আপনার মনের মতন ব্যাগ।