মধ্যপ্রদেশের মহিলাদের জন্য এল বড় সুখবর। রাজ্য সরকারের ঘোষণায় জানা গিয়েছে, ‘লাড়লি বেহনা’ প্রকল্পের আওতাধীন আর্থিক সহায়তা দীপাবলি ২০২৫ থেকে ১,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হবে। পাশাপাশি জুলাই মাসেই রাখি উৎসবের উপলক্ষে ২৫০ টাকার ‘শগুন’ দেওয়া হবে উপভোক্তাদের। এই ঘোষণার মাধ্যমে মুখ্যমন্ত্রী মোহন যাদব মহিলাদের আর্থিক ক্ষমতায়নের দিকে আরও এক বড় পদক্ষেপ নিলেন। জানা গিয়েছে, ২০২৩ সালের জুনে এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই প্রতি মাসে নিয়মিত ভাতা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা।
কতজন মহিলা উপকৃত হচ্ছেন?
এই মুহূর্তে প্রায় ১.২৭ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধাভোগী। তাঁদের জন্য মাসে মোট ১,৫৫১ কোটি টাকা খরচ হচ্ছে সরকারের। দীপাবলির পর ভাতা বাড়লে সেই পরিমাণ বেড়ে মাসে প্রায় ১,৮৬১ কোটি টাকা হবে। অর্থাৎ বার্ষিক খরচ প্রায় ৩,৭২৩ কোটি টাকা বৃদ্ধি পাবে।
বাজেটে কী বরাদ্দ রাখা হয়েছে?
মধ্যপ্রদেশ সরকার মহিলা কল্যাণের জন্য মোট ২৭,১৪৭ কোটি টাকা বাজেটে রেখেছে, যার মধ্যে ১৮,৬৯৯ কোটি টাকা শুধুমাত্র ‘লাড়লি বেহনা’ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে।
ভবিষ্যতের লক্ষ্য কী?
শুরুতে এই প্রকল্পে ভাতা ছিল ১,০০০ টাকা। পরে তা বাড়িয়ে ১,২৫০ করা হয়। এবার তা পৌঁছোতে চলেছে ১,৫০০-তে। তবে এখানেই থেমে নেই সরকার। আগামী ২০২৮ সালের মধ্যে এই ভাতা ৩,০০০ টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে রাজ্যের অসংখ্য মহিলার জন্য এটি আর্থিক স্বস্তির দিশা দেখাতে পারে।
প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs):
১. কখন থেকে বাড়তি টাকা পাওয়া যাবে?
→ দীপাবলি ২০২৫ থেকে নতুন করে ১,৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া শুরু হবে।
২. উৎসব বোনাস কবে মিলবে?
→ রাখি উৎসব উপলক্ষে জুলাই ২০২৫ মাসে অতিরিক্ত ২৫০ টাকা শগুন দেওয়া হবে।
৩. এই প্রকল্পে কতজন মহিলা সুবিধা পান?
→ প্রায় ১.২৭ কোটি মহিলা এই প্রকল্পের অধীনে রয়েছেন।
৪. বছরে মোট কত খরচ হবে সরকারে?
→ ভাতা বাড়ার পর বছরে প্রায় ২২,৩৩২ কোটি টাকা খরচ হবে রাজ্যের তরফে।
৫. ভাতা বাড়ানোর ভবিষ্যৎ পরিকল্পনা কী?
→ সরকারের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে এই ভাতা ৩,০০০ টাকা করা।