Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

LIC Bima Sakhi Yojana: বিনিয়োগ করে নিশ্চিত মাসিক আয়! LIC-র এই স্কিমে থাকছে মাসে ৭০০০ টাকা আয়ের সুযোগ

গ্রামের মহিলারা যেন আর্থিক দিক থেকে স্বাবলম্বী হন, সেই লক্ষ্যে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC) চালু করেছে বিশেষ একটি প্রকল্প—বিমা সখী যোজনা। এই উদ্যোগে অংশ নেওয়া মহিলারা শুধু নিজে উপার্জন করতে পারবেন না, পাশাপাশি তাঁদের মাধ্যমে বিমা পরিষেবার পরিধি পৌঁছে যাবে গ্রামে গ্রামে।

 কীভাবে কাজ করে এই স্কিম?

প্রকল্প অনুযায়ী, যোগদানকারী মহিলারা LIC‑র ‘বিমা সখী’ হিসেবে গ্রামাঞ্চলে বিমা পলিসি প্রচার ও বিক্রির দায়িত্বে থাকবেন। এক্ষেত্রে কোনও রকম আর্থিক বিনিয়োগের প্রয়োজন নেই। বরং তিন বছরের জন্য মিলবে নির্দিষ্ট স্টিপেন্ড বা মাসিক সম্মানী।

  • প্রথম বছরে: প্রতিমাসে ৭,০০০ পর্যন্ত আয় হতে পারে।

  • দ্বিতীয় বছরে: প্রথম বছরের বিক্রি করা পলিসির অন্তত ৬৫% সক্রিয় থাকলে প্রতি মাসে ৬,০০০ দেওয়া হবে।

  • তৃতীয় বছরে: একই নিয়ম মেনে ৫,০০০ মাসিক স্টিপেন্ড নির্ধারিত।

এই আর্থিক সহায়তার পাশাপাশি মহিলাদের বিমা সম্পর্কে প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং নিজের এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন।

 কারা করতে পারবেন আবেদন?

এই স্কিমে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে:

  • বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে।

  • অন্তত দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

  • আবেদনকারীর পূর্বে LIC‑র সঙ্গে কোনও সম্পর্ক থাকা চলবে না—অর্থাৎ তিনি LIC‑র কর্মচারী, এজেন্ট বা তাঁদের আত্মীয় নন, এমনটাই শর্ত।

 কেন্দ্রের সহযোগিতায় দ্রুত সম্প্রসারণ

প্রকল্পটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক ও LIC‑র মধ্যে একটি চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দেশের গ্রামীণ অঞ্চলে দ্রুত গতিতে এই স্কিম সম্প্রসারিত হবে এবং হাজার হাজার মহিলার কাছে পৌঁছবে স্বনির্ভরতার সুযোগ।

 পাঠকের ৫টি সাধারণ প্রশ্ন

১. ‘বিমা সখী’ প্রকল্পটি ঠিক কী?
এটি LIC‑র একটি স্কিম, যেখানে গ্রামের মহিলারা বিমা পরিষেবা দিয়ে আয় করতে পারেন।

২. এই স্কিমে কী বিনিয়োগ করতে হয়?
না, কোনও বিনিয়োগ ছাড়াই এই স্কিমে যোগদান করা যায়।

৩. যোগদানের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী?
কমপক্ষে দশম শ্রেণি পাশ হতে হবে।

৪. বর্তমানে LIC‑র সঙ্গে যুক্ত থাকলে কি আবেদন করা যাবে?
না, LIC‑র কর্মচারী, এজেন্ট অথবা তাঁদের আত্মীয়দের আবেদন গ্রহণযোগ্য নয়।

৫. এই স্কিমে কত আয় হতে পারে?
প্রথম বছরে ৭,০০০, দ্বিতীয় বছরে ৬,০০০ ও তৃতীয় বছরে ৫,০০০ মাসিক স্টিপেন্ড পাওয়া যেতে পারে।