Hoop StoryHoop Viral

সোশ্যাল মিডিয়ায় সুন্দর ভঙ্গিতে পোশাক বিক্রি করছে খুদে কন্যা, তুমুল ভাইরাল ভিডিও

ফেসবুক মারফত পোশাক বিক্রি করার বিষয় অনেকদিন থেকেই রয়েছে। তবে লকডাউনে মানুষ যখন একেবারে গৃহবন্দি হয়ে পড়েছিল ঠিক সেই সময়ে অনলাইন ব্যবস্থা অনেক বেশি মানুষকে সাহায্য করেছে নিজের জীবিকাকে টিঁকিয়ে রাখার জন্য। ফেসবুক খুললেই তখন নানা জায়গা থেকে শুধুই ভেসে আসত নানান রকম পোশাকের বিজ্ঞাপন। কেউ বাড়িতে বসে বা কেউ নিজের দোকান থেকেই সামলেছেন সমস্ত কিছু।

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই সকলের কাছে পৌঁছে যাওয়া যায়। শুধু নিজের প্রতিভা নয়, নিজের জীবিকাকে বাঁচিয়ে রাখার তাগিদে ও বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়া অনেকখানি সাহায্য করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে অদ্ভুতভাবে কাউকে দেখে নকল করেছে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জামা কাপড় বিক্রি করতে হয়। জামা কাপড়ের রং এবং তা কিভাবে তৈরি হয়েছে নিখুঁতভাবে বর্ণনা করেছে এই ছোট্ট কন্যা। শুধু তাই নয় ফেসবুকের লাইভে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই সময় বিক্রেতাদের নানান প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন সেই মানুষেরা। এই কন্যাও কাউকে দেখে শিখে ফেসবুকে বক্তব্য পড়ার মতো সেও যেন কত কিছু করে ফেলার ভান করছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। ছোট বাচ্চারা কত কিছুইনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে তবে এই ভিডিওটির মধ্যে একেবারে নতুনত্ব রয়েছে। একেবারে নতুন কায়দায় বড়দের নকল করে রীতিমতো পাকাপোক্ত হয়ে উঠেছে এই ছোট্ট কন্যা। পরবর্তীকালে সে কোন পেশা বেছে নেবে এ কথা জানা যায় না তবে জামা কাপড়ের ব্যবসা করলে কিন্তু তার ব্যবসা যে একেবারে শিখরে পৌঁছতে তারা তার কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে।

Related Articles