whatsapp channel

হবু জামাইকে কাছে টেনে ঘনিষ্ঠ হলেন শাশুড়ি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

আগেকার দিনে নিষিদ্ধ সিনেমা টেলিভিশনে অনেক রাত্রিবেলা দেওয়া হতো। তখন সকলে ঘুমিয়ে পড়তো, তখনই মানুষ এই ধরনের নিষিদ্ধ সিনেমাগুলি তারিয়ে তারিয়ে উপভোগ করতো। করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

আগেকার দিনে নিষিদ্ধ সিনেমা টেলিভিশনে অনেক রাত্রিবেলা দেওয়া হতো। তখন সকলে ঘুমিয়ে পড়তো, তখনই মানুষ এই ধরনের নিষিদ্ধ সিনেমাগুলি তারিয়ে তারিয়ে উপভোগ করতো। করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে, আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন বাড়িতে বসে সিরিজ দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

Advertisements

কখনোই এই ওয়েব সিরিজ গুলো সকলের সামনে দেখবেন না। তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু, প্রাইম শর্টস, সিনে প্রাইম, taak এতে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিরিজ, রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা। উন্মাদনাকে বাঁচিয়ে রাখতেই এই ওয়েব সিরিজগুলো শুরু করা হয়েছে। যা দেখে নতুন প্রজন্ম রীতি মতন পাগল হয়ে যাচ্ছে।

Advertisements

বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে। আর আমাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় থাকে না। ঠিক সেই সময় রাতে যদি একটা মুঠোফোন থাকে, তাহলেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাইতো বর্তমান প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে, এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই সিরিজগুলো দেখতে গেলে আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে।

Advertisements

‘লাভ গুরু পার্ট ওয়ান’ এর ট্রেলার বেরিয়েছে উল্লুর প্ল্যাটফর্মে। যেখানে দেখা যাচ্ছে, প্রথমেই দুজন যুবতী তারা একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, সামনে গাড়ি থেকে নেমে আসছে একজন সুন্দর যুবক। দুজন যুবতীর মধ্যে একজন যুবতীর এই যুবককে দেখতে ভীষণ পছন্দ হয়, তারপরে সে তাকে চায়, কিভাবে তার মনের কাছাকাছি আনতে। কিন্তু সেই যুবক সেই যুবতীকে পড়ায় এবং বলে পড়াশোনায় মন দিতে। এই যুবতীকে আবার অন্য এক যুবকের খুব পছন্দ হয়, সেই যুবককে ওই যুবতীর যে বান্ধবী আছে, তার আবার খুব ভালো লাগতে শুরু করে। তিনি তখন ওই বান্ধবীকে বলেন, কিভাবে ওই স্যারের মনের কাছাকাছি আসা যায়, বান্ধবী তখন তাকে ‘লাভ গুরু’ বলে একজনের খোঁজ দেন। তিনি কথা দেন যে ঠিক তাদের সম্পর্ক ভালো হয়ে যাবে, কিন্তু এরপর সম্পর্কে টানাপোড়েনে কে কোথায় যাবে তা দেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে। ৩০ তারিখ এটি রিলিজ হবে। তা দেখতে আপনাকে অবশ্যই পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে।

Advertisements

এই গল্পটা তো গেল প্রথম পার্টের কিন্তু পরবর্তীকালে বেরিয়ে গেছে দ্বিতীয় পার্টের ট্রেলার। এখানেও পরবর্তীকালে সেই গল্পের ধারাবাহিকতা বজায় আছে। এখানে দেখা যাচ্ছে লাভ গুরুর কথা শুনে মিনি কিন্তু তার প্রাইভেট টিউটরকে রীতিমতন বশে আনতে পেরেছেন। জন্মদিনের প্রাইভেট টিউটরকে উইশ করেছেন লাভ গুরুর কথা শুনে মিনি তার পছন্দ মতন জামা পরে গিয়েছেন, আর তারপরেই প্রাইভেট টিউটর তার প্রতি আসক্ত হয়েছেন। ৭ তারিখে রিলিজ হয়ে যাবে গোটা ওয়েব সিরিজ। দেখে নিন লাভ গুরু পার্ট টু।

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক