Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Bhojpuri Song: নিরহুয়া-আম্রপালির রোমান্সে উত্তাল ভোজপুরি দুনিয়া, ভিডিও ভাইরাল ইন্টারনেটে

ভোজপুরি সংগীত জগতে ফের এক ইতিহাস রচনা করল ‘Maroon Colour Sadiya’। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী জুটি আম্রপালি দুবে ও দিনেশ লাল ‘নিরাহুয়া’-র অনস্ক্রিন কেমিস্ট্রি আর সহজ-সরল উপস্থাপনায় গানটি পেরিয়ে গেল ইউটিউব-ভিউয়ের এক বিশাল মাইলফলক—২৭৪ মিলিয়ন!২০২৫ সালের জুন মাসে গানটি এই অসাধারণ সংখ্যা অতিক্রম করেছে, এবং এখনো এর দর্শকসংখ্যা লাফিয়ে বাড়ছে। ‘Maroon Colour Sadiya’ গানটি মূলত ফিল্ম ‘ফসল’-এর অন্তর্গত। গায়ক নীলকমল সিং-এর গলায় সুরময়তা এবং তার সঙ্গে দর্শকপ্রিয় এই জুটির প্রাণবন্ত পারফরম্যান্স—সবমিলিয়ে গানটি এখন সোশ্যাল মিডিয়ার সর্বত্র ট্রেন্ডিং।

বিশেষত Instagram রিলস, WhatsApp স্টেটাস ও Facebook ভিডিও শেয়ারিংয়ের দৌলতে গানটি এক বিশাল শ্রোতা মহলে পৌঁছেছে। আম্রপালি দুবেকে ইতিমধ্যেই ‘ভোজপুরি YouTube কুইন’ নামে অভিহিত করা হচ্ছে। অন্যদিকে নিরাহুয়া অর্থাৎ দিনেশ লাল যাদবকে বলা হচ্ছে ‘ভোজপুরি সিনেমার জুবলি স্টার’।দুজনের অনস্ক্রিন উপস্থিতিতে এমন এক সাবলীলতা রয়েছে, যা সহজেই সাধারণ দর্শকদের মন জয় করে নেয়। তেমন কোনো অতিনাটকীয়তা ছাড়াই এই গানে তারা রপ্ত করেছেন বাস্তবের ছোঁয়া। ঠিক এই কারণেই ‘Maroon Colour Sadiya’ এতজনের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

গানটি যেহেতু ফসল সিনেমার অংশ, তাই তা নিয়েও এখন দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই খুঁজছেন পুরো সিনেমাটি, আবার কেউ গানটির আরও নতুন ভার্সন দেখার অপেক্ষায়।নীলকমল সিং এর কণ্ঠে গানটির ইমোশনাল টানও দর্শক মনে দাগ কেটেছে। যেকোনও সাধারন গ্রামীণ বা আধা-আধুনিক প্রেমের গল্পকেও এই গান অনায়াসে তুলে ধরতে পারে।

FAQ (প্রশ্নোত্তর)

১. কত ভিউতে পৌঁছেছে ‘Maroon Colour Sadiya’?
গানটি ২০২৫ সালের জুন মাসে ২৭৪ মিলিয়ন বা ২৭.৪ কোটি YouTube ভিউ অতিক্রম করেছে।

২. গানটি কোন সিনেমার অন্তর্ভুক্ত?
এই গানটি ফিল্ম ‘ফসল’-এর অন্তর্গত।

৩. গানটিতে কাদের অভিনয় দেখা গেছে?
ভিডিওতে রয়েছেন জনপ্রিয় ভোজপুরি জুটি—আম্রপালি দুবে ও দিনেশ লাল ‘নিরাহুয়া’।

৪. গানটি জনপ্রিয় হওয়ার কারণ কী?
প্রধানত এই জুটির সহজ কেমিস্ট্রি, রিলস-ভিত্তিক ভাইরাল প্রভাব এবং নীলকমল সিংয়ের কণ্ঠের জন্য গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছে।

৫. গানটির গায়ক কে ছিলেন?
‘Maroon Colour Sadiya’ গানটি গেয়েছেন নীলকমল সিং।