Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Maruti Suzuki: মিলছে জবরদস্ত অফার, জুনে Ertiga নিয়ে মারুতির নতুন চমক

ভারতে সাত সিটের বাজেট ফ্যামিলি কারের বাজারে মারুতি সুজুকি এর্টিগা দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। তবে জুন ২০২৫-এ এই গাড়ির ডিসকাউন্ট অফার ঘিরে দেশের বিভিন্ন শহরে দেখা যাচ্ছে চমকপ্রদ অসামঞ্জস্যতা। একদিকে হায়দরাবাদে এই এমপিভি মডেলে পাওয়া যাচ্ছে নগদ ছাড় থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস, আকর্ষণীয় ফিনান্স স্কিম এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টি। অন্যদিকে দিল্লি ও মুম্বইয়ের মতো বড় শহরে এই মুহূর্তে কোনও অফারই নেই এর্টিগার উপর।

এর্টিগার VXI AT পেট্রোল ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য দিল্লিতে ১১.৪৫ লক্ষ। অন-রোড খরচ প্রায় ১৩.২৩ লক্ষের কাছাকাছি। ARAI-র হিসেব অনুযায়ী, এই মডেল ২০.৩ কিমি/লি মাইলেজ দিতে সক্ষম। অন্যদিকে ZXI Plus ম্যানুয়াল পেট্রোল সংস্করণের এক্স-শোরুম মূল্য ₹১১.৮৬ লক্ষ এবং মাইলেজ ২০.৫১ কিমি/লি।একই মাসে মারুতি সুজুকির অন্যান্য গাড়িগুলির উপর যেমন আল্টো K10, S-Presso, সেলেরিও বা ওয়াগনার – তাদের ক্ষেত্রে ৪৫,০০০ থেকে ১,০৫,০০০ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু এর্টিগার ক্ষেত্রে একমাত্র হায়দরাবাদেই কেন এই অফার দেওয়া হচ্ছে, সেটাই বড় প্রশ্ন।

এই বৈষম্যের পেছনে অনেক কারণ থাকতে পারে—লোকাল ডিলারশিপ স্ট্র্যাটেজি, স্টক ক্লিয়ারেন্স পরিকল্পনা কিংবা রাজ্যভিত্তিক বিক্রির পার্থক্য। তবে ক্রেতাদের জন্য বিষয়টি খানিক হতাশারও বটে। বিশেষ করে যারা দিল্লি বা মুম্বইয়ের মতো বড় শহরে বসবাস করছেন এবং এর্টিগা কেনার কথা ভাবছেন।বিশেষজ্ঞদের মতে, অফারের এই বিভাজন আরও স্পষ্ট করে তুলে ধরছে গাড়ি বাজারে রিজিওনাল মার্কেটিং এবং কাস্টমাইজড সেলস স্ট্র্যাটেজির গুরুত্ব। এক্ষেত্রে হায়দরাবাদে বসবাসকারী গ্রাহকরা নিশ্চিতভাবেই কিছুটা সুবিধার মুখ দেখছেন।

সাধারণ প্রশ্নোত্তর (FAQ)

  1. ২০২৫ সালের জুন মাসে কোন শহরে এর্টিগার উপরে অফার দেওয়া হচ্ছে?
    হায়দরাবাদ শহরে নগদ ছাড় ও এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

  2. দিল্লি বা মুম্বইয়ে এর্টিগার উপরে অফার কেন নেই?
    সেই বিষয়ে কোনও অফিসিয়াল কারণ জানানো না হলেও এটি রিজিওনাল মার্কেটিং স্ট্র্যাটেজির অংশ হতে পারে।

  3. এর্টিগার কোন মডেল সবচেয়ে বেশি মাইলেজ দেয়?
    ZXI Plus ম্যানুয়াল ভ্যারিয়েন্ট ২০.৫১ কিমি/লি মাইলেজ দেয়।

  4. অন্য মারুতি মডেলে কত টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে?
    আল্টো, সেলেরিও, ওয়াগনার প্রভৃতি গাড়িতে ₹৪৫,০০০ থেকে ₹১,০৫,০০০ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

  5. এর্টিগার অন-রোড দাম কত হতে পারে?
    VXI AT মডেলের অন-রোড দাম দিল্লিতে প্রায় ₹১৩.২৩ লক্ষ।