whatsapp channel

হোম ডেলিভারি ব্যবসার আড়ালে কুকর্মের ফাঁদ, ভুলেও পরিবারের সঙ্গে দেখবেন না এই ওয়েব সিরিজ

বর্তমান সময়ে অনেকাংশে বদলে গেছে বিনোদন জগৎ। হলে গিয়ে সিনেমা দেখার থেকে এখন ঘরের কোণে বিনোদন মশগুল হতে পছন্দ করেন দর্শকরা। তাই বিনোদন জগৎকে মোবাইলের ভেতর বন্দি করতেই উদ্ভাবন হয়…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Updated on:

Advertisements
Advertisements

বর্তমান সময়ে অনেকাংশে বদলে গেছে বিনোদন জগৎ। হলে গিয়ে সিনেমা দেখার থেকে এখন ঘরের কোণে বিনোদন মশগুল হতে পছন্দ করেন দর্শকরা। তাই বিনোদন জগৎকে মোবাইলের ভেতর বন্দি করতেই উদ্ভাবন হয় ওয়েব সিরিজের। প্রথম বিদেশে এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা থাকলেও বর্তমানে ভারতেও এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা ভারতেও তুঙ্গে। নানারকমের কন্টেন্ট হলেও এখন যৌনতায় ভরপুর ওয়েব সিরিজের চাহিদা অনেকটাই বেশি।

Advertisements

বর্তমানে অনেক প্ল্যাটফর্মেই উষ্ণ ও সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের চাহিদা এখন বেশ ভালো। এককথায় নিষিদ্ধতা নিয়ে মানুষের চাহিদা এখন তুঙ্গে। আর সমস্ত ওটিটি প্লাটফর্মের মধ্যে বেশকিছু এমন প্লাটফর্ম রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন বোল্ড ওয়েব সিরিজ দেখতে পান। এগুলির মধ্যেই অন্যতম হল ‘উল্লু’, ‘কোকু’, ‘প্রাইম শর্টস’ প্রভৃতি। এইসব প্ল্যাটফর্মে সাহসী দৃশ্যে পরিপূর্ণ সব ওয়েবসিরিজ মুক্তি পায় এবং সেগুলি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে।

Advertisements

এই প্রতিবেদনে ‘উল্লু’ নামক ওটিটি প্ল্যাটফর্মের এমনই একটি সিরিজকে নিয়ে আলোচনা করা হবে, যার গল্প থেকে দৃশ্যপট, সব জায়গাতেই নির্লজ্জতার সীমা অতিক্রান্ত হয়েছে। ‘মোনা হোম ডেলিভারী’ নামের এই সিরিজের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে সবটা। সিরিজের গল্প মোনা নামের এক যুবতীকে ঘিরে। এই যুবতী চাকরি না পেয়ে হোম ডেলিভারী খাবারের ব্যবসা শুরু করে। তবে শুধু খাবার দিয়ে নয়, খাবারের সঙ্গে সে ক্রেতাদের শারীরিক তৃপ্তিও দিয়ে থাকে। আর এভাবেই সিরিজের গল্প এগিয়ে যায় ক্লাইম্যাক্সের দিকে।

Advertisements

এই সিরিজটি কমবয়সী দর্শকদের বেশি করে আকৃষ্ট করেছে। কারণ এর দৃশ্যে থরে থরে সাজানো রয়েছে ঘনিষ্ঠ সব দৃশ্য। তবে এই সিরিজে মূলত নজর কেড়েছেন অভিনেত্রী সুকেশ আনন্দ। তার শারীরিক হিল্লোল যেন ভাসিয়ে দিয়েছে দর্শকদের। এছাড়াও এই সিরিজে দেখা গেছে দীপক দেব, অনন্ত যোগ, কঙ্গনা শর্মা, অভয় সিংয়ের মতো কলাকুশলীদের। এই সিরিজটি ‘উল্লু’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে তবেই দেখতে পারবেন।

Advertisements

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা