Hoop Diary

আদ্যা মায়ের কৃপায় কাটে দারিদ্র, আদ্যাস্তোত্র পাঠে জীবনে এক অন্য উচ্চতা আসে

বিপদে পড়লে আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। মনে মনে ভেবেনি ঈশ্বর আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। আদ্যা মা হলেন বিপুল শক্তির অধিকারী।

আদ্যা মা সম্পর্কে কথিত আছে, অন্নদা ঠাকুর নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশে তিনি জানতে পারেন এই আদ্যা কালী নাকি মাটির নীচে বন্দি অবস্থায় রয়েছেন। তারপর এই মাকে বন্দীদশা থেকে মুক্ত করেন। দক্ষিণেশ্বরের কাছে আদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন।

আদ্যাপীঠের আদ্যামা খুব জাগ্রত। তাই এখানে নিয়মিত ভক্তের সমাগম হয়। ভক্তরা এখানে এসে এই মায়ের কাছে পুজো দেন এবং তাতে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। আদ্যা মাকে মনে মনে স্মরণ করলে, আদ্যা মা প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন।

whatsapp logo