খুলে রাখুন আপনার পকেটের সব দরজা—২টি নয়, যত খুশি তত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা যাবে!ভারতের রিজার্ভ ব্যাংক বা RBI-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখার জন্য কোনো শাস্তিযোগ্য বিধি নেই, না আছে কোনও অপরাধমূলক ব্যবস্থা। সর্বশেষে যা গুঞ্জন ছড়িয়েছে—“10,000 জরিমানা বা কারাদণ্ড”—সেগুলো পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা।
মূল বক্তব্য
• RBI এর কোনো নির্দেশ নেই, যা ব্যক্তি একের বেশি অ্যাকাউন্ট রাখলে শাস্তি দেবে।
• Press Information Bureau (PIB) এ তথ্য সরাসরি অস্বীকার করেছে—“আজকের এই খবর মিথ্যা”।
• আইনত কোন নির্দিষ্ট সীমা নেই যে একজন ব্যক্তি বা পরিবার কতগুলি অ্যাকাউন্ট খোলতে পারবেন।
• তবে বিশেষজ্ঞরা সুবিধার জন্য ২–৩টি অ্যাকাউন্ট রাখা উচিত মনে করেন। এটি পরামর্শ, আইন নয়।
• RBI যেসব জরিমানা নির্ধারণ করে, তা ব্যাঙ্কের ওপর compliance failure-এর জন্য—ব্যক্তি নয়।
এই প্রসঙ্গে একজন কর ও বিনিয়োগ বিশেষজ্ঞ মন্তব্য করেন, “একাধিক অ্যাকাউন্ট থাকার ফলে টাকা স্থানান্তর, সঞ্চয় ও ব্যয় পর্যবেক্ষণে সুবিধা পাওয়া যায়। তবে Personal finance সহজ রাখতে খেয়াল করে অ্যাকাউন্ট খোলা ভালো।”সংক্ষেপে বলা যায়, যে ধরনের খবর ভাইরাল হয়েছে—“একাধিক একাউন্ট রাখলে 10,000 জরিমানা বা জেল হবে”—সম্পূর্ণ অপপ্রচার। দেশের সবাই বিনা বাধাতেই ইচ্ছেমতো ব্যাংক অ্যাকাউন্ট খোলার স্বাধীনতা ভোগ করতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন–উত্তর (FAQ)
১. RBI কি বলেছে একাধিক অ্যাকাউন্ট রাখার বিষয়ে?
— RBI কোনো শাস্তিমূলক নিয়ম জারি করেনি ব্যক্তি বা পরিবারকে একাধিক অ্যাকাউন্ট রাখতে নিষেধ করতে।
২. 10,000 জরিমানা বা জেল সত্যিই ধার্য করা হচ্ছে?
— না, Press Information Bureau (PIB) ইতিমধ্যেই এই গুজবকে ঝুঠো পদে ঠেকে দিয়েছে।
৩. আমি কি ২টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলতে পারি?
— হ্যাঁ, সম্পূর্ণ আইনীভাবে, নির্দিষ্ট সীমা নেই কোনো সংখ্যার ক্ষেত্রে।
৪. কেন বিশেষজ্ঞরা ২–৩টি অ্যাকাউন্ট রাখার পরামর্শ দেন?
— ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনাকে সহজ ও সংগঠিত রাখতে এই পরামর্শ।
৫. RBI কার ওপর জরিমানা আরোপ করে?
— ব্যাংকের ওপর compliance failure বা নিয়ম ভঙ্গের কারণে action নেয়, ব্যক্তির ওপর নয়।