Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! NPCIL-এ সরাসরি নিয়োগ ৩৩৭টি পদে, নেই কোনও পরীক্ষা

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ২০২৫ সালে অ্যাপ্রেন্টিস পদে বিপুল নিয়োগ ঘোষণা করল Nuclear Power Corporation of India Limited (NPCIL)। একটানা প্রশিক্ষণের সুযোগের পাশাপাশি মিলবে মাসিক স্টাইপেন্ডও। এই নিয়োগের মূল লক্ষ্য—তরুণদের দক্ষ করে তোলা এবং পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে উপযুক্ত জনবল তৈরি করা। এই নিয়োগপ্রক্রিয়ায় মোট ৩৩৫টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার সমস্ত পদ তারাপুর (মহারাষ্ট্র) পারমাণবিক প্রকল্পে থাকবে। নিয়োগ হবে Apprentices Act, 1961 অনুযায়ী। যাঁদের ইতিমধ্যেই সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস করা রয়েছে, তাঁরাই আবেদন করতে পারবেন।

যেসব ট্রেডে নিয়োগ হবে তার মধ্যে রয়েছে:

ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, টার্নার, ওয়েল্ডার, মেশিনিস্ট, মোটর গাড়ি মেকানিক, প্লাম্বার, কার্পেন্টার, ইংরেজি ও হিন্দি স্টেনোগ্রাফার ইত্যাদি। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৪ বছর। তবে সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC এবং PwBD) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া:

এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে না। একমাত্র ITI-তে পাওয়া নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচিত করা হবে। এটি সম্পূর্ণ merit-based প্রক্রিয়া। নিয়োগ পেলে সরকার নির্ধারিত হারে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। স্কিল ডেভেলপমেন্ট ও ভবিষ্যতের চাকরি পাওয়ার সম্ভাবনার জন্য এটি আদর্শ সুযোগ। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ঠা আগস্ট ২০২৫। আগ্রহী প্রার্থীদের NPCIL-এর অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনে আবেদন করতে হবে। পাশাপাশি, Apprenticeship India পোর্টালেও আলাদা করে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক।

 সাধারণ প্রশ্নোত্তর (FAQ):

১. কতগুলো শূন্যপদে নিয়োগ হবে এবং কোথায়?
মোট ৩৩৫টি শূন্যপদে নিয়োগ হবে, যেগুলি মহারাষ্ট্রের তারাপুর প্রকল্পে অবস্থিত।

২. কোন ট্রেডগুলিতে এই নিয়োগ হবে?
ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ওয়েল্ডার, টার্নার, স্টেনোগ্রাফার সহ একাধিক ট্রেডে নিয়োগ করা হবে।

৩. কী যোগ্যতা লাগবে এই পদের জন্য?
প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ITI পাস করতে হবে।

৪. এই নিয়োগে কীভাবে নির্বাচন হবে?
ITI-তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেই।

৫. কীভাবে আবেদন করতে হবে?
NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং Apprenticeship India পোর্টালেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।