ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজারে বাজিমাত করতে নয়া বাজি খেল Ola Electric। সংস্থার নতুন লঞ্চ – ‘Gig’ এবং ‘Gig+’ মডেল, মূলত গিগ ইকোনমির জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাফর্ডেবল প্রাইস ও ফিচারের সংমিশ্রণে এই স্কুটারগুলি হয়ে উঠতে পারে ভবিষ্যতের জনপ্রিয় চয়েস।
সাশ্রয়ী দামে শক্তিশালী রেঞ্জ ও পারফরম্যান্স
নতুন Ola Gig ই-স্কুটারের দাম শুরু হচ্ছে ৩৯,৯৯৯ থেকে (এক্স-শোরুম)। এই মডেলে রয়েছে ২৫০ ওয়াট হাব মোটর এবং ১.৫ কিলোওয়াট আওয়ার রিমুভেবল ব্যাটারি, যা একবার চার্জে ১১২ কিমি পর্যন্ত চলতে সক্ষম। অন্যদিকে, উন্নত সংস্করণ ‘Gig+’-এর দাম ৪৯,৯৯৯। এতে থাকছে ১.৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন মোটর, ৪৫ কিমি/ঘণ্টা সর্বোচ্চ গতি এবং অপশনাল ডুয়াল ব্যাটারিতে ১৫৭ কিমি রেঞ্জ।
ডিজাইন ও কাঠামো বিশেষত B2B ইউজারদের জন্য
গিগ এবং গিগ+ স্কুটারদুটি ডিজাইন করা হয়েছে সহজ ব্যবহার ও দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা মাথায় রেখে। এতে রয়েছে ১২-ইঞ্চির হুইল, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ড্রাম ব্রেক এবং মিনিমালিস্টিক বডি ডিজ়াইন। মূলত ডেলিভারি পার্টনার, রাইড-শেয়ার ড্রাইভার এবং লাস্ট-মাইল কানেক্টিভিটির জন্য আদর্শ এই স্কুটার।
বুকিং শুরু, তবে ডেলিভারিতে দেরি
মাত্র ৪৯৯ টোকেনে বুকিং চালু হলেও এপ্রিল ২০২৫ থেকে স্কুটার ডেলিভারির পরিকল্পনা থাকলেও তা কিছুটা পিছিয়ে গিয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেলিভারি দ্রুতই শুরু হবে।
কারা উপকৃত হবেন এই স্কুটার থেকে?
এই মডেলগুলি Ola বিশেষত তৈরি করেছে তাঁদের জন্য, যাঁরা দৈনন্দিন রোজগার করেন স্কুটারে ভরসা করে। রাইডারদের জন্য খরচ কমিয়ে, অপারেটিং কোস্ট কম রাখা হয়েছে। স্টাডি চ্যাসিস ও সহজ রক্ষণাবেক্ষণের ফলে এই স্কুটার দীর্ঘদিন পরিষেবা দিতে সক্ষম।
FAQ – সাধারণ জিজ্ঞাসা
১. Ola Gig ই-স্কুটারের রেঞ্জ কত?
প্রথম মডেলটি ১১২ কিমি এবং উন্নত মডেলটি ডুয়াল ব্যাটারিতে ১৫৭ কিমি পর্যন্ত চলতে পারে।
২. স্কুটারগুলির গতি কত?
Gig মডেলটি সর্বোচ্চ ২৫ কিমি/ঘণ্টা এবং Gig+ ৪৫ কিমি/ঘণ্টা গতি দিতে পারে।
৩. এই স্কুটার কারা ব্যবহার করতে পারবেন?
মূলত ফুড ডেলিভারি, কুরিয়ার সার্ভিস বা রাইড-শেয়ার ড্রাইভারদের জন্য তৈরি এই মডেল।
৪. বুকিং কীভাবে করা যাবে?
মাত্র ₹৪৯৯ টোকেন জমা দিয়ে Ola-র অফিশিয়াল প্ল্যাটফর্মে বুকিং করা যাচ্ছে।
৫. ডেলিভারি কবে শুরু হবে?
প্রথমে এপ্রিল ২০২৫ ধার্য হলেও তা কিছুটা পিছিয়েছে। সংস্থা জানিয়েছে শীঘ্রই শুরু হবে ডেলিভারি।