স্মার্ট টেকনোলজি আর সাশ্রয়ী দামের সংমিশ্রণে বাজারে চমক নিয়ে এসেছে Ola Electric। ২০২৫ সালের জানুয়ারিতে সংস্থাটি তাদের নতুন ই-স্কুটার Ola S1 X লঞ্চ করার পর থেকেই নজর কেড়েছে মধ্যবিত্ত ক্রেতাদের। একদিকে রেঞ্জ ও স্পিড, অন্যদিকে ফিচারে ভরপুর ডিজাইন—সব মিলিয়ে ইতিমধ্যেই ২ লক্ষের কাছাকাছি ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। এই স্কুটারটি পাওয়া যাচ্ছে তিনটি ব্যাটারি অপশনে—2 kWh, 3 kWh ও 4 kWh। দিল্লির এক্স-শোরুম দামে 2 kWh মডেলের মূল্য রাখা হয়েছে ₹65,499, 3 kWh-র জন্য 83,999 এবং 4 kWh ভ্যারিয়েন্টের দাম 92,999।
পারফরম্যান্সের দিক থেকে S1 X বেশ প্রতিশ্রুতিশীল। এতে রয়েছে ৫.৫ kW-র মিড-ড্রাইভ IPM মোটর, যা পিক পারফরম্যান্সে পৌঁছয় ৭ kW পর্যন্ত। সর্বোচ্চ গতি ১০১ থেকে ১২৩ কিমি/ঘণ্টা পর্যন্ত, যা ভ্যারিয়েন্ট অনুযায়ী ভিন্ন। ০–৪০ কিমি/ঘণ্টা ত্বরান্বিত হতে সময় লাগে প্রায় ৩.৪ সেকেন্ড। সিঙ্গেল চার্জে রেঞ্জ? সেটাও যথেষ্ট আশাব্যঞ্জক। 2 kWh ব্যাটারিতে মিলছে ১০৮ কিমি, 3 kWh-তে ১৭৬ কিমি এবং 4 kWh ভ্যারিয়েন্টে রেঞ্জ বেড়ে দাঁড়ায় ২৪২ কিমি পর্যন্ত। চার্জিং টাইমও কম—০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে গড়ে ৪.৫ থেকে ৫ ঘণ্টা।
স্কুটারটির ওজন ১০৫ কেজি এবং রয়েছে ৩৪ লিটারের আন্ডার-সিট স্টোরেজ। ৪.৩ ইঞ্চি কালার ডিসপ্লের পাশাপাশি থাকছে Bluetooth কানেক্টিভিটি, জিপিএস, OTA আপডেট, রিজেনারেটিভ ব্রেকিং, রাইড মোড, ক্রুজ কন্ট্রোলের মতো আধুনিক ফিচার। এত সব আকর্ষণীয় ফিচারের কারণে Ola S1 X-এর জন্য চাহিদা এতটাই বেড়েছে যে এখনই কিনলেও অন্তত ৭৫ দিন অপেক্ষা করতে হবে ডেলিভারির জন্য। FY25-এ ইতিমধ্যেই বিক্রির সংখ্যা ছুঁয়েছে প্রায় ১,৯৬,১২৩ ইউনিট, যা FY24-এর তুলনায় চার গুণ বেশি।
গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন
১. কয়টি ভ্যারিয়েন্টে S1 X পাওয়া যাচ্ছে এবং দাম কত?
→ তিনটি ব্যাটারি ভ্যারিয়েন্ট: 2 kWh (₹65,499), 3 kWh (83,999), 4 kWh (92,999)।
২. প্রতিটি মডেলের রেঞ্জ কত?
→ 2 kWh-তে ১০৮ কিমি, 3 kWh-তে ১৭৬ কিমি ও 4 kWh-তে ২৪২ কিমি রেঞ্জ পাওয়া যায়।
৩. চার্জ হতে কতক্ষণ লাগে?
→ ০–৮০% চার্জ হতে সময় লাগে প্রায় ৪.৫–৫ ঘণ্টা।
৪. পারফরম্যান্স ও গতি কেমন?
→ সর্বোচ্চ গতি ১০১–১২৩ কিমি/ঘণ্টা ও ০–৪০ কিমি/ঘণ্টা যেতে সময় লাগে ৩.৪ সেকেন্ড।
৫. কী কী আধুনিক ফিচার রয়েছে এতে?
→ GPS, Bluetooth, OTA আপডেট, ক্রুজ কন্ট্রোল, রাইড মোড ও রিজেনারেটিভ ব্রেকিংসহ একাধিক স্মার্ট ফিচার রয়েছে।