মহামারীর আবহে বাঙালির মনে পুজোর আবেগ জাগিয়ে তুলল পুরনো বিজ্ঞাপন, ভাইরাল ভিডিও
বর্তমান মহামারী পরিস্থিতির মধ্যে দুর্গাপুজো কীভাবে হতে পারে তা নিয়ে এখনো দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গ প্রশাসন। ইতিমধ্যেই জনপ্রিয় পুজোগুলি ভিড় ঠেকানোর কোনো উপায় না খুঁজে পেয়ে হাত তুলে নিয়েছে। করোনা সংক্রমণ রুখতে ঠিক কতটা কঠোর নিয়মবিধি পালন করবে সরকার তাই নিয়েই এখন কৌতূহলে আম বাঙালি।
ইতিমধ্যে মহালয়ার দ্বারপ্রান্তে এসেও ম্লান ভাব চতুর্দিকে। নেই বাতাসে পুজোর গন্ধ কি আমেজ। নেই কেনাকাটার হুল্লোড়। সকলেই ত্রস্ত হয়ে নিরাপদে রাখতে মরিয়া নিজের পরিবারকে।
সোশ্যাল সাইটেও নেই আগত পুজোর আনন্দ। তবে সম্প্রতি পুরোনো একটি বিজ্ঞাপন ভাইরাল হয়ে সাধারণ মানুষের মনে তৈরি করছে পুজোর আবেগ। বিজ্ঞাপনটা আসলে কোকাকোলার, যেটি আমাদের ছেলেবেলায় পুজোর আগে খুব সাড়া ফেলত, মানুষের মনে জাগাত আগমনীর বার্তা।
বাণিজ্যিক পানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপন হলেও তাতে ছিল বাঙালির সাবেকিয়ানার আবেগবিহ্বল ছোঁয়া এবং পুজোর ঢাকের বাদ্যি। বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছিল বরিষ্ঠ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এই দুর্বিষহ পরিস্থিতিতেও ফিরে দেখা বিজ্ঞাপনটি আশার আলো জাগাচ্ছে বাঙালির মনে। হৃদয়ে জাগিয়ে তুলছে শারদীয় কাশফুলের প্রত্যাশার বীজটি। রইল সেই বিজ্ঞাপনের ভিডিও আপনার জন্য।