ভারতের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারের কৃষি সহায়তা প্রকল্পের ২০তম কিস্তির ২,০০০ টাকার জন্য। কিন্তু, সময়মতো আধার-ভিত্তিক ই-কেরাইসি (e-KYC) না করলে বন্ধ হতে পারে এই সুবিধা। তাই সময় থাকতেই জরুরি সব আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আধিকারিকেরা। এই প্রকল্পের আওতায় প্রতিবছর তিনটি কিস্তিতে ৬,০০০ টাকা দেওয়া হয় দেশের কৃষকদের। প্রতি চার মাস অন্তর অন্তর ২,০০০ করে সরাসরি আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এই টাকা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল ১৯তম কিস্তি। সেই হিসেবে জুনের শেষেই পাওনা ২০তম কিস্তি।
তবে এই টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতেই হবে কৃষকদের। বিশেষ করে e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ব্যাঙ্কে টাকা আসবে না। সরকারের তরফে বারবার জানানো হয়েছে—যাঁরা আধার নম্বর তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করেননি বা e-KYC প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাঁদের কিস্তি রিলিজ বন্ধ থাকতে পারে।
বর্তমানে তিনটি উপায়ে e-KYC সম্পূর্ণ করা সম্ভব:
-
Aadhaar OTP দিয়ে অফিশিয়াল পোর্টাল বা অ্যাপে লগইন করে।
-
Face Authentication মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে।
-
CSC বা সেবা কেন্দ্র থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করিয়ে।
যাঁদের মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত, তাঁরা সহজেই OTP-এর মাধ্যমে e-KYC করতে পারবেন। যাঁদের ক্ষেত্রে এটি সম্ভব নয়, তাঁদের ফেস অথেন্টিকেশন বা সেবা কেন্দ্রের সাহায্য নিতে হবে। সরকারি পর্যবেক্ষকদের মতে, e-KYC না করলে কিস্তি বাতিল হতে পারে বা বড়সড় বিলম্ব ঘটতে পারে। তাই কৃষকদের অনুরোধ করা হয়েছে, সময়ের আগেই স্টেটাস চেক করে নিশ্চিত হয়ে নিতে যাতে কোনও সমস্যা না হয়।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
১. কবে আসতে পারে ২০তম কিস্তির টাকা?
জুন ২০২৫-এর শেষ সপ্তাহে টাকা পাঠানো শুরু হতে পারে, যদি সমস্ত তথ্য সঠিক থাকে।
২. কীভাবে e-KYC সম্পন্ন করব?
পোর্টাল, অ্যাপ, অথবা CSC সেন্টারে গিয়ে OTP, ফেস বা বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে এটি করা যায়।
৩. মোবাইল নম্বর আপডেট না থাকলে কী করব?
আধার কেন্দ্রে গিয়ে আধারে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে। তারপর OTP-র মাধ্যমে e-KYC করা যাবে।
৪. যদি e-KYC না করি, তবে কি কিস্তির টাকা বন্ধ হবে?
হ্যাঁ, সরকার জানিয়েছে যে e-KYC ছাড়া টাকা পাঠানো হবে না।
৫. ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আধারের সঙ্গে যুক্ত না থাকে?
সে ক্ষেত্রে KYC সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং ইনস্টলমেন্ট আটকে যেতে পারে।