Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

PM Modi: মোদির হাতে রেল প্রকল্পের সূচনা? বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, জানুন সফরের ঠিকানা

দীর্ঘ অপেক্ষার পরে ফের দক্ষিণবঙ্গের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ জুলাই তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তোড়জোড়। এবারের সফরের মূল লক্ষ্য রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের সম্ভাব্য উদ্বোধন।

কোন জেলাগুলিতে কেন্দ্রীভূত হবে নজর?

বিজেপির দক্ষিণবঙ্গের সংগঠনিক শক্তি আরও মজবুত করতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে চারটি জেলা বিশেষ গুরুত্ব পাচ্ছে—বারাসত, বনগাঁ, ব্যারাকপুর এবং উত্তর কলকাতা। এই অঞ্চলগুলিতে বিজেপি সাংগঠনিক দিক থেকে সক্রিয় হলেও, নির্বাচনে ধারাবাহিক সাফল্য আসেনি। তাই মোদীর সফরের মাধ্যমে দলীয় নেতারা মাটি থেকে জনসমর্থন টানতে চাইছেন।

কোথায় হবে প্রধানমন্ত্রীর জনসভা?

দমদম বিমানবন্দরের কাছে দুটি খোলা মাঠকে সভাস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। প্রশাসন ও নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই সম্ভাব্য স্থানগুলিতে পরিদর্শন শুরু করে দিয়েছে।

পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধনের সম্ভাবনা

এই সফরের অন্যতম আকর্ষণ হতে পারে পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেনের উদ্বোধন। পাশাপাশি, নিউ ব্যারাকপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পও উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও সরকারের তরফে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী নিজে এটির উদ্বোধন করতে পারেন।

আগেও এসেছিলেন উত্তরবঙ্গে

প্রসঙ্গত, এর আগেই ২৯ মে আলিপুরদুয়ারে এক বিশাল জনসভায় বক্তব্য রেখেছিলেন মোদী। উত্তরবঙ্গের সেই সফরে দলীয় স্তরে বেশ ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল। এবার দক্ষিণবঙ্গেও তেমনই জনজোয়ার তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির।

কেন এই সফর গুরুত্বপূর্ণ?

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রতি বছর ২১ জুলাই শহিদ দিবস পালন করে থাকে, যেখানে লক্ষাধিক কর্মী-সমর্থক উপস্থিত থাকেন। তার ঠিক আগে মোদীর এই সফর বিজেপির রাজনৈতিক চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্ন (FAQs)

১. কবে প্রধানমন্ত্রী মোদী দক্ষিণবঙ্গে সফরে আসছেন?
→ প্রধানমন্ত্রী সম্ভবত ১৮ জুলাই দক্ষিণবঙ্গে আসবেন।

২. কোথায় জনসভা হওয়ার সম্ভাবনা রয়েছে?
→ দমদম বিমানবন্দরের কাছাকাছি দুটি মাঠ বিবেচনায় রয়েছে।

৩. এই সফরে কোন কোন জেলা ফোকাসে থাকবে?
→ বারাসত, বনগাঁ, ব্যারাকপুর ও উত্তর কলকাতা মূলত ফোকাসে থাকবে।

৪. কি কি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে?
→ প্রথম এসি লোকাল ট্রেন এবং নিউ ব্যারাকপুর–বিমানবন্দর মেট্রো রুট উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

৫. এই সফরের রাজনৈতিক গুরুত্ব কতটা?
→ এটি বিজেপির নির্বাচনী রণকৌশলের অংশ, শহিদ দিবসের আগে জনমত তৈরির প্রচেষ্টা।