আজকের দিনে আধার কার্ড ছাড়া দৈনন্দিন কাজকর্ম প্রায় অসম্ভব। ব্যাংক, রেশন, গ্যাস সংযোগ থেকে শুরু করে স্কুল-কলেজ ভর্তি—সব জায়গাতেই এই নথি অপরিহার্য। তবে এত গুরুত্বপূর্ণ একটি নথি যদি কাগজে থাকে, তাহলে ক্ষতির আশঙ্কা থেকেই যায়। এই সমস্যার সমাধানেই এসেছে আধার কার্ডের নতুন সংস্করণ—PVC Aadhaar Card। সাধারণ কাগজের আধার কার্ডের তুলনায় এই PVC (Polyvinyl Chloride) আধার কার্ড অনেক বেশি টেকসই ও নিরাপদ। এটিকে ডিজাইন করা হয়েছে ক্রেডিট কার্ড সাইজে (প্রায় ৩.৪ × ২.১ ইঞ্চি), যা সহজেই মানিব্যাগে বহনযোগ্য। UIDAI (ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি)-এর তরফ থেকে জানানো হয়েছে, মাত্র ₹৫০ খরচে এই কার্ডের জন্য আবেদন করা যায়। এই খরচের মধ্যে প্রিন্টিং ও স্পিড পোস্টে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার খরচ অন্তর্ভুক্ত।
কী কী থাকছে এই PVC আধার কার্ডে?
এই আধার কার্ডে রয়েছে একাধিক আধুনিক সিকিউরিটি ফিচার—
-
হোলোগ্রাম,
-
ঘোস্ট ইমেজ,
-
মাইক্রোটেক্সট,
-
গুইলোচে প্যাটার্ন,
-
এম্বসড UIDAI লোগো,
-
ইস্যু ও প্রিন্ট তারিখ,
-
সিকিওর QR কোড।
এই ফিচারগুলির ফলে কার্ডটি জালিয়াতি থেকে অনেকটাই সুরক্ষিত।
টেকসই আর জল-ধুলো প্রতিরোধী
এই কার্ড জল, ধুলো এমনকি ১.৫ মিটার পর্যন্ত উঁচু থেকে পড়লেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না। ফলে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
আবেদন প্রক্রিয়া
PVC আধার কার্ডের জন্য আবেদন করা যায় UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট বা mAadhaar অ্যাপ ব্যবহার করে। OTP ভিত্তিক মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়, এমনকি যদি আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে রেজিস্টার না-ও থাকে।
বৈধতার দিক থেকে?
এই কার্ড পুরোপুরি আইনি বৈধতা সম্পন্ন। মানে, এটি কাগজের আধার কার্ডের মতোই সব সরকারি ও বেসরকারি পরিষেবায় পরিচয়পত্র হিসেবে স্বীকৃত।
প্রশ্নোত্তর (FAQ):
১. PVC আধার কার্ড কি বাধ্যতামূলক?
না, এটি ঐচ্ছিক। কাগজের আধারও বৈধ; তবে PVC কার্ড বেশি টেকসই ও ব্যবহারযোগ্য।
২. কত সময়ে কার্ডটি ডেলিভারি হয়?
UIDAI সাধারণত ৫ কর্মদিবসের মধ্যে কার্ড প্রক্রিয়াকরণ করে এবং স্পিড পোস্টের মাধ্যমে পাঠায়। ফলে মোটামুটি ৭-১০ দিনের মধ্যে পৌঁছে যায়।
৩. যদি মোবাইল নম্বর আধার-এর সঙ্গে যুক্ত না থাকে, তাও কি PVC কার্ডের জন্য আবেদন করা যাবে?
হ্যাঁ, OTP-ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে আবেদন করা সম্ভব, এমনকি যদি মোবাইল রেজিস্টার না-ও থাকে।
৪. এই কার্ডে কী ধরনের সিকিউরিটি ফিচার রয়েছে?
হোলোগ্রাম, ghost image, microtext, QR code ইত্যাদি নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্য যুক্ত রয়েছে।
৫. PVC কার্ড কীভাবে অর্ডার করব?
UIDAI-এর ওয়েবসাইটে লগ-ইন করে অথবা mAadhaar অ্যাপে গিয়ে খুব সহজেই অর্ডার করা যায়।