Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

গেমারদের জন্য দারুণ খবর! লঞ্চ হচ্ছে Realme 15 সিরিজ, দাম মধ্যবিত্তদের বাজেটের মধ্যেই

মধ্যবিত্ত ক্রেতাদের জন্য সুখবর! জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme এবার নিয়ে আসছে তাদের বহু প্রতীক্ষিত Realme 15 সিরিজ। আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Realme 15 5G ও Realme 15 Pro 5G—দুটি AI সমৃদ্ধ, উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন, যা বাজেটের মধ্যেই আধুনিক প্রযুক্তির স্বাদ দেবে। নতুন সিরিজে থাকছে শক্তিশালী Snapdragon 7 Gen 4 প্রসেসর, যা স্মার্টফোন পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 120 Hz—এতে ভিডিও দেখা, গেম খেলা আরও স্মুথ হবে। ক্যামেরাতেও থাকছে উন্নত ফিচার, যেমন ৫০ MP প্রধান ক্যামেরা ও ৩২ MP ফ্রন্ট ক্যামেরা, যার সঙ্গে থাকছে AI Edit Genie ও AI Party Mode-এর মতো বুদ্ধিমান সফটওয়্যার ফিচার, বিশেষ করে Realme 15 Pro মডেলে।

ব্যাটারি বিভাগেও চমক রয়েছে—Realme 15 ফোনে থাকছে ৫,৫০০ mAh ব্যাটারি এবং ১০০ W ফাস্ট চার্জিং। অন্যদিকে, Pro সংস্করণে আরও বড় ৬,৩০০ mAh ব্যাটারি, সঙ্গে ৪৫ বা ৮০ W চার্জিং অপশন এবং রিভার্স চার্জিংয়ের সুবিধা। অর্থাৎ, ফোনটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করতে পারবে। সংযোগ প্রযুক্তির দিক থেকে এই সিরিজে রয়েছে 5G, Wi-Fi 6, Bluetooth, USB-C এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্টোরেজ অপশনও দারুণ—৮ GB RAM থেকে শুরু করে ১২ GB পর্যন্ত, সঙ্গে ১২৮ GB থেকে ৫১২ GB ইন্টারনাল মেমরি।

রঙের দিকেও ব্যবহারকারীদের জন্য একাধিক অপশন থাকছে: Flowing Silver, Velvet Green, Silk Purple এবং বেস মডেলের জন্য Silk Pink। দামের বিষয়ে বলতে গেলে, Realme 15 5G এর সম্ভাব্য মূল্য ১৮,০০০–২০,০০০ এবং Pro মডেল ২৪,০০০–২৫,০০০-এর মধ্যে থাকতে পারে। এত কিছু একসঙ্গে পেতে গিয়ে মধ্যবিত্ত ক্রেতাদের পকেটে অতিরিক্ত চাপ পড়বে না বলেই মত প্রযুক্তি মহলের।

 প্রশ্ন ও উত্তর (FAQ):

১. কবে এবং কখন Realme 15 সিরিজ লঞ্চ হবে?
→ ২৪ জুলাই সন্ধ্যা ৭টায় ভারতে লঞ্চ ইভেন্ট হবে।

২. Realme 15 ও 15 Pro-এর মধ্যে পার্থক্য কী কী?
→ Pro মডেলে রয়েছে বড় ব্যাটারি, AI ক্যামেরা ফিচার ও আরও বেশি RAM ও স্টোরেজ।

৩. ক্যামেরা ফিচারে কী নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে?
→ AI Edit Genie ও AI Party Mode, যা Pro মডেলে থাকবে।

৪. চার্জিংয়ের ক্ষেত্রে কতটা সুবিধা পাওয়া যাবে?
→ Realme 15-এ ১০০W এবং Pro-এ ৪৫/৮০W চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট থাকবে।

৫. এই ফোনগুলোর দাম কত হতে পারে?
→ Realme 15-এর দাম ১৮,০০০–২০,০০০ এবং Pro সংস্করণ ২৪,০০০–২৫,০০০-এর মধ্যে।