Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Royal Enfield Classic 250: নতুন লুকে বাজারে তাণ্ডব শুরু, 249cc ইঞ্জিন ও দুর্দান্ত মাইলেজে বাজিমাত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চলেছে রয়্যাল এনফিল্ড। এবার ভারতের বাইকপ্রেমীদের জন্য আসছে একটি নতুন চমক—Royal Enfield Classic 250। রেট্রো লুক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই নতুন বাইকটি বাজেট, mileage ও বৈশিষ্ট্যের দিক দিয়ে ক্রেতাদের মন কাড়বে বলেই মনে করা হচ্ছে।এই নতুন মডেলটির দাম এক্স-শোরুম হিসেবে রাখা হয়েছে ১.২৫ থেকে ১.৩৫ লক্ষ টাকার মধ্যে। অন-রোড খরচ পড়তে পারে ₹১.৪৫ থেকে ₹১.৭০ লক্ষ পর্যন্ত, রাজ্যভেদে কর ও ইনস্যুরেন্স অনুযায়ী। Royal Enfield-এর এই Classic 250 বাইকটির মূল আকর্ষণ তার ২৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন, যা উৎপন্ন করতে পারে ১৪ থেকে ২০ PS পাওয়ার ও ১৮ থেকে ২২ Nm টর্ক।

গিয়ারবক্স থাকছে ৫-স্পিড, সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক, সঙ্গে সিঙ্গল-চ্যানেল ABS। এই কম্বিনেশন রাইডারদের দেবে সুরক্ষিত ও স্মুথ রাইডের অভিজ্ঞতা। বাইকটির মাইলেজ অনুমান করা হচ্ছে ট্র্যাফিকে ৩২ কিমি/লিটার এবং হাইওয়েতে ৩৫ কিমি/লিটার, অর্থাৎ একবার পূর্ণ ট্যাঙ্কে প্রায় ৪৭০ কিমি পর্যন্ত চলবে এই বাইক। ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১৩.৫ লিটার।Classic 250-এর ওজন রাখা হয়েছে ১৪৫ কেজি, যা তুলনামূলকভাবে হালকা। সিটের উচ্চতা ৭৯০ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি হওয়ায়, দৈনন্দিন যাত্রায় বেশ আরামদায়ক হতে চলেছে এই বাইক।

নতুন এই বাইকে থাকছে আধুনিক ফিচার যেমন—LED হেড ও টেলল্যাম্প, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টিউবলেস spoke হুইল, USB চার্জিং পোর্ট ও ইঞ্জিন কিল সুইচ। শুধু তাই নয়, এই ইঞ্জিন তৈরি করা হচ্ছে চীনা সংস্থা CFMoto-এর সঙ্গে যৌথ প্রযুক্তিগত সহযোগিতায়। এটি হবে হাইব্রিড রেডি এবং BSVI ফেজ ২ ও CAFE নর্মস মেনে তৈরি।এই বাইকটি বাজারে রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০-এর নিচের স্তরের ক্রুজার সেগমেন্টে জায়গা করে নেবে। সংস্থার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বার্ষিক উৎপাদন দ্বিগুণ করে ২ মিলিয়ন ইউনিট করা। এই নতুন বাইকটির ৮৫–৯০% লোকালাইজড প্রোডাকশন হবে চেন্নাই প্ল্যান্টে, যার ফলে দাম নিয়ন্ত্রণে রাখা যাবে।

 প্রশ্নোত্তর (FAQ)

  1. রয়্যাল এনফিল্ড ক্লাসিক ২৫০ কবে লঞ্চ হতে পারে?
    যদিও সংস্থার পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে খুব শীঘ্রই বাইকটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

  2. এই বাইকের ইঞ্জিন কতটা শক্তিশালী?
    এতে থাকছে ২৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১৪-২০ PS শক্তি উৎপন্ন করতে পারে।

  3. মাইলেজ কত পাওয়া যাবে?
    শহরের ট্র্যাফিকে প্রায় ৩২ কিমি/লিটার এবং হাইওয়েতে প্রায় ৩৫ কিমি/লিটার মাইলেজ আশা করা যাচ্ছে।

  4. বাইকে কী কী আধুনিক ফিচার থাকছে?
    LED লাইটিং, সেমি-ডিজিটাল ড্যাশবোর্ড, টিউবলেস স্পোক হুইল ও USB চার্জিং পোর্টের মতো আধুনিক ফিচার থাকছে।

  5. এই বাইক কারা কিনতে পারেন?
    যারা রেট্রো লুক, বাজেট ফ্রেন্ডলি ও কম সিসির ক্রুজার বাইক খুঁজছেন, তাদের জন্য এটি আদর্শ হতে পারে।