Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Aadhaar Update: বাচ্চাদের আধার আপডেট হবে স্কুলেই, অভিভাবকদের জন্য বড় স্বস্তির খবর

এবার আর লাইনে দাঁড়িয়ে আধার আপডেট নয়। বাড়ির পাশের স্কুলেই বসছে আধার বায়োমেট্রিক ক্যাম্প। ডিজিটাল পরিচয়ের দুনিয়ায় বড় সিদ্ধান্ত নিল UIDAI। দেশের প্রায় ৭ কোটি শিশুর আধার আপডেটের প্রক্রিয়া আরও সহজ করতে স্কুল পর্যায়ে এই ক্যাম্পের আয়োজন করা হচ্ছে আগামী ৪৫–৬০ দিনের মধ্যে। ৫ বছর বয়সের পর প্রতিটি শিশুর জন্য প্রথম Mandatory Biometric Update (MBU) বাধ্যতামূলক হলেও, অনেকেই তা এখনও করেনি। ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের মাধ্যমে এই আপডেট সম্পন্ন করতে হবে। ফলে শিশুর আধার তথ্য আরও নির্ভুল ও আধুনিক হবে।

এই আপডেট ৫–৭ বছর বয়সের মধ্যে করলে কোনও খরচ নেই। কিন্তু ৭ বছর পার হলে ₹১০০ ফি ধার্য করা হয়েছে। সময়মতো আপডেট না করলে আধার নম্বর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে স্কুলে ভর্তি, সরকারি বৃত্তি, বাসভাড়া ছাড় ও DBT সুবিধা পাওয়ার ক্ষেত্রে। জেলা ভিত্তিক বিশেষ বায়োমেট্রিক ডিভাইস পাঠানো হবে স্কুলগুলিতে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহায়তায় নির্দিষ্ট দিনে অভিভাবকের উপস্থিতিতে বায়োমেট্রিক আপডেট করা হবে। স্কুলে বসে ক্যাম্প হলে দীর্ঘ লাইনের যন্ত্রণা, সময় নষ্ট ও অতিরিক্ত খরচ—সবকিছুর হাত থেকে মুক্তি মিলবে অভিভাবকদের। এখানেই শেষ নয়। UIDAI জানিয়েছে, ১৫ বছর বয়সে দ্বিতীয় দফার আপডেটও বাধ্যতামূলক। তখন কলেজ পর্যায়ে আবারও ক্যাম্পের মাধ্যমে নেওয়া হবে বায়োমেট্রিক। এর ফলে এক জনের আধার সব সময় আপডেট থাকবেই এবং ভবিষ্যতে কোনও সরকারি পরিষেবা পেতে কোনও অসুবিধা হবে না।

 গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: কেন স্কুলেই এই বায়োমেট্রিক আপডেট ক্যাম্প?
অনেক শিশু এখনও বাধ্যতামূলক প্রথম আপডেট করেনি। স্কুলে ক্যাম্প হলে সহজেই তা সম্পন্ন হবে।

প্রশ্ন ২: কবে শুরু হবে এই ক্যাম্প?
আগামী ৪৫–৬০ দিনের মধ্যে জেলা ভিত্তিক ক্যাম্প শুরু হবে।

প্রশ্ন ৩: আপডেট না করলে কী হবে?
৭ বছর পার হলে আপডেট না করলে আধার নম্বর নিষ্ক্রিয় হতে পারে, যার ফলে সরকারি সুবিধা পাওয়ায় সমস্যা হবে।

প্রশ্ন ৪: আপডেট করাতে খরচ কত?
৫–৭ বছর বয়সে আপডেট বিনামূল্যে। ৭ বছরের পরে ₹১০০ দিতে হবে।

প্রশ্ন ৫: দ্বিতীয় আপডেট কখন করাতে হবে?
১৫ বছর বয়সে কলেজ পর্যায়ে দ্বিতীয় বায়োমেট্রিক আপডেট করাতে হবে।