Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Sealdah Station: সুবিধা বাড়াতে রেলের বড় সিদ্ধান্ত, শিয়ালদহ শাখায় MEMU-এর বদলে আসছে EMU ট্রেন

যাত্রীদের সুবিধা আরও বাড়াতে এবার বড় পদক্ষেপ শিয়ালদহ শাখায়। ১১টি MEMU ট্রেন রূপান্তরিত হচ্ছে EMU ট্রেনে। ৪ জুন ২০২৫ থেকে চালু হচ্ছে এই নতুন পরিষেবা। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে যাত্রী যাতায়াত যেমন হবে আরও স্বচ্ছন্দ, তেমনই স্টেশনগুলিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ভোগান্তিও কমবে।

এই রূপান্তরের ফলে ট্রেনগুলি আর গ্যালোপিং ট্রেন হিসেবে চলবে না, অর্থাৎ কোনও স্টেশন বাদ দিয়ে এগিয়ে যাবে না। বরং সব স্টেশনেই থামবে, যার ফলে ছোট ছোট স্টেশনের যাত্রীরাও উপকৃত হবেন। এই পরিকল্পনা মূলত বাস্তবায়িত হচ্ছে শিয়ালদহ/কলকাতা-লালগোলা রুটে। এই রুটের ৯টি ট্রেন পরিষেবাকে ভাগ করে দেওয়া হয়েছে—একটি অংশ শিয়ালদহ/কলকাতা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এবং অপরটি কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত।

এই রেল সংস্কারের মূল লক্ষ্য যাত্রী সুবিধা বৃদ্ধি, গতি বজায় রেখে আরও স্টেশনে পরিষেবা পৌঁছে দেওয়া এবং ট্রেনের নির্ধারিত সময়ানুবর্তিতা নিশ্চিত করা। নতুন EMU ট্রেন পরিষেবার মাধ্যমে যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক ও সুরক্ষিত হওয়ার সম্ভাবনা। এছাড়া নিয়মিত যাত্রীদের জন্য এটি একটি দীর্ঘদিনের চাহিদা পূরণের দিকেও পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।এই প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার পঙ্কজ যাদব এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। রেলওয়ের এই নয়া পরিকল্পনায় যাত্রী সুরক্ষা ও পরিষেবার মান বাড়ানোর দিকেই জোর দেওয়া হয়েছে।

প্রশ্নোত্তর (FAQ):

১. কবে থেকে নতুন EMU ট্রেন পরিষেবা চালু হচ্ছে?

  • ৪ জুন ২০২৫ থেকে।

২. কতগুলি MEMU ট্রেন রূপান্তরিত হচ্ছে EMU-তে?

  • মোট ১১টি ট্রেন।

৩. কোন রুটে এই পরিষেবা কার্যকর হবে?

  • শিয়ালদহ/কলকাতা থেকে লালগোলা রুটে, যার মধ্যে কৃষ্ণনগর হয়ে দুটি ভাগে পরিষেবা চালু হবে।

৪. রূপান্তরের মূল উদ্দেশ্য কী?

  • যাত্রী সুবিধা বৃদ্ধি, সব স্টেশনে থামা নিশ্চিত করা এবং ট্রেন চলাচল আরও সময়মাফিক করা।

৫. কে এই প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন?

  • পঙ্কজ যাদব (সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার) এবং রাজীব সাক্সেনা (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার)।