গ্রীষ্মের দাবদাহে স্বস্তির হাওয়া—অবশেষে কলকাতার শিয়ালদহ-রাণাঘাট রুটে চালু হল প্রথম Air-Conditioned EMU লোকাল ট্রেন। রেল যাত্রার অভিজ্ঞতা এবার হবে আরও আরামদায়ক, প্রযুক্তিনির্ভর ও সুরক্ষিত। ১৮ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই আধুনিক রেক।এই নতুন এসি লোকাল ট্রেনটি তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। মোট ১২টি স্টিল-বডি কোচ থাকছে ট্রেনটিতে, যা সজ্জিত হয়েছে আধুনিক সুযোগ-সুবিধায়। সিলড ভেস্টিবিউল গ্যাংওয়ে, অটোমেটিক স্লাইডিং ডোর, জিপিএস-সক্ষম ইনফরমেশন ডিসপ্লে, সিসিটিভি ক্যামেরা এবং যাত্রী-চালক সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকছে এই নতুন ট্রেনে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারবে এই রেক।এসি ট্রেন চালুর সিদ্ধান্তে রেল কর্তৃপক্ষের লক্ষ্য—ব্যস্ত রুটে ভিড়ের চাপ কিছুটা হ্রাস করা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি। শিয়ালদহ-রাণাঘাট শাখা হল শিয়ালদহ ডিভিশনের মধ্যে সবচেয়ে ব্যস্ত রুটগুলির একটি। দমদম, বিধাননগর, বারাকপুর, নৈহাটি ও কল্যাণীর মতো জনবহুল স্টেশন এই রুটের আওতায় পড়ে।
ট্রেন চলাচলের আগে সম্পূর্ণ হবে ট্রায়াল রান
যদিও ট্রেনটি ইতিমধ্যেই শিয়ালদহ পৌঁছে গিয়েছে, নিয়ম মাফিক ট্রায়াল রান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হবে না। মে মাসে ট্রেনটি এসে পৌঁছনোর কথা থাকলেও কিছু প্রযুক্তিগত কারণে তা বিলম্বিত হয়। তবে সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেই শুরু হবে নিয়মিত যাত্রা।
যাত্রীদের জন্য ভাড়া কাঠামো কী থাকছে?
অত্যাধুনিক হলেও এই এসি লোকাল ট্রেনের ভাড়া রাখা হয়েছে যাত্রীদের সাধ্যের মধ্যে। ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া মাত্র ২৯, ১১ থেকে ১৫ কিলোমিটারের জন্য ৩৭ ধার্য করা হয়েছে। মাসিক পাসের জন্য খরচ হবে ৫৯০ থেকে ৭৮০-এর মধ্যে, যাত্রার দূরত্ব অনুসারে।
যাত্রী নিরাপত্তায় বিশেষ জোর
এই রেকে যাত্রী নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। সিসিটিভি নজরদারি ছাড়াও থাকছে ‘টক-ব্যাক’ কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে জরুরি সময়ে চালকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs):
১. কবে থেকে চালু হয়েছে এই এসি লোকাল ট্রেন?
১৮ জুন ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ট্রেনটি।
২. কী ধরনের সুযোগ-সুবিধা থাকছে এই ট্রেনে?
থাকছে এসি কোচ, সিসিটিভি, অটোমেটিক ডোর, জিপিএস ডিসপ্লে ও টক-ব্যাক সিস্টেম।
৩. ট্রেনের সর্বোচ্চ গতি কত?
ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি গতিতে চলতে সক্ষম এই ট্রেন।
৪. কোথা থেকে কোথায় চলবে এই ট্রেন?
শিয়ালদহ থেকে রাণাঘাট পর্যন্ত চলবে এই এসি ইএমইউ ট্রেন।
৫. ট্রেনটি এখনই যাত্রী পরিবহণে চালু হয়েছে কি?
না, এখনও ট্রায়াল রান চলছে। সফলভাবে ট্রায়াল সম্পন্ন হলে যাত্রী পরিষেবা শুরু হবে।