দীর্ঘমেয়াদি পুনর্গঠনের কাজ যখন ধীরে ধীরে গতি পাচ্ছে, তখনই নতুন করে উদ্বেগ বাড়াল DVC। রাজ্য সরকারকে না জানিয়ে এক ধাক্কায় ছাড়া হল ৫৫,০০০ কিউসেক জল—ফের জলমগ্ন হওয়ার আশঙ্কায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই ঘটনাকে কেন্দ্র করে নবান্নে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
হঠাৎ জলছাড়: কোন জেলায় প্রভাব?
হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুর—এই জেলাগুলিতে আগেই ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি খারাপ ছিল। তার উপর DVC-র এই আকস্মিক জলছাড়ে আবারও জলের নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নিচু এলাকায় বন্যার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে।
পাঞ্চেত জলাধারের জলস্তর কত?
সেন্ট্রাল ওয়াটারওয়েজ কমিশনের তথ্য অনুযায়ী, পাঞ্চেত জলাধারে জলস্তর ইতিমধ্যেই ৪১১ ফুটের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। তাই জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়াও সময়ের দাবিতে পরিণত হয়েছে। কিন্তু তা নিয়ে রাজ্যের সঙ্গে কোনও সমন্বয় না হওয়ায় পরিস্থিতি ঘোলা হয়েছে।
রাজ্যের প্রতিক্রিয়া কী?
রাজ্য সেচ দফতর ইতিমধ্যেই DVC-কে ই-মেল মারফত কড়া ভাষায় সতর্ক করেছে। অভিযোগ, জল ছাড়ার আগে কোনওরকম পূর্ব বিজ্ঞপ্তি বা আলোচনা হয়নি। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত রাজ্যের বর্তমান পুনর্গঠন কর্মসূচিতে বড় ধাক্কা দিতে পারে। জলমগ্ন এলাকায় কর্মরত প্রশাসনিক আধিকারিকদের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস: আরও বৃষ্টি?
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যদি আবারও DVC জল ছাড়ে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই রাজ্য চায়, জল ছাড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় দফতরের সঙ্গে সঠিক সমন্বয় থাকুক।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
১. কেন রাজ্য সরকার এত ক্ষুব্ধ?
কারণ ৫৫,০০০ কিউসেক জল ছাড়ার বিষয়ে রাজ্যকে আগে কোনও তথ্য দেওয়া হয়নি।
২. কোন জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে?
হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে।
৩. জলাধারের বর্তমান জলস্তর কত?
পাঞ্চেত জলাধারে জলস্তর বর্তমানে প্রায় ৪১১ ফুট।
৪. পুনর্গঠনের কাজ কীভাবে ব্যাহত হতে পারে?
জলমগ্ন এলাকায় চলতে থাকা নির্মাণ ও সংস্কার কাজ জলের চাপে বন্ধ হয়ে যেতে পারে।
৫. পরিস্থিতি আরও খারাপ হতে পারে কি?
হ্যাঁ, যদি আরও বৃষ্টি হয় এবং আবার জল ছাড়া হয়, তবে বন্যার ভয় অনেকটাই বেড়ে যাবে।