Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! সোমবার থেকে রাজ্যে ঝড়-বৃষ্টির তাণ্ডবের আশঙ্কা

বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা ঘিরে ফের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ আশপাশের শহরগুলিতেও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী তিন দিন এই আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দফতর। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম—এই ১০টি জেলায় সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে, যা স্বাভাবিক বৃষ্টির চেয়ে অনেকটাই বেশি। ফলে এই জেলাগুলিতে হঠাৎ জলজট ও নিম্নচাপজনিত সমস্যা দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, কলকাতা ও হাওড়া শহরেও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া। বিশেষ করে বিকেল ও সন্ধ্যা নাগাদ শহরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। শহরের নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়াতে পরামর্শ দিয়েছে প্রশাসন। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ ও তার থেকে বিস্তার হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই রাজ্যে ফের এই বৃষ্টির পূর্বাভাস। এর ফলে আগামী তিন দিন পর্যন্ত বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে। ফসলের ক্ষতি রুখতে কৃষকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা ও নিকাশি সমস্যার সম্ভাব্য এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। স্কুল-কলেজ বা জরুরি পরিষেবার ক্ষেত্রেও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। নদী তীরবর্তী অঞ্চলে বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

  1. আগামীকাল ঠিক কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে?
    হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

  2. কলকাতায় কি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে?
    হ্যাঁ, কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  3. বৃষ্টিপাত কতটা তীব্র হতে পারে?
    কিছু জেলায় ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে।

  4. এই অবস্থা কতদিন চলতে পারে?
    আগামী তিন দিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

  5. কোন সতর্কতা নেওয়া দরকার?
    জলজট ও ফসলের ক্ষতি রোধে স্থানীয় প্রশাসন সতর্ক হয়েছে, নাগরিকদেরও অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।