Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

West Bengal Weather Update: নিম্নচাপের জেরে আজ ভিজবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহ ঘুরতেই দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে গেল। বর্ষা এসে পড়েছে পুরো দমে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে চলেছে, আর তা যে হালকা হবে না, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে।দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যে সক্রিয় হয়েছে একটি নিম্নচাপ এলাকা, যা দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর জেরেই আগামী ২৩ জুন পর্যন্ত একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে বলে জানানো হয়েছে। কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার ছাড়িয়ে যেতে পারে।শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে থাকবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইতে পারে দমকা হাওয়া, যার ফলে বিদ্যুৎ সংযোগ ও পরিবহণ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাগরপারের জেলাগুলিতে যেমন হালদিয়া ও কলকাতা বন্দরে ইতিমধ্যে সতর্কবার্তা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে আগামী ১৯ জুন পর্যন্ত। তাই মৎস্যজীবীদের সেই সময় পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।গত ২৪ ঘণ্টায় কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ স্পষ্টভাবে জানান দিচ্ছে পরিস্থিতির প্রগাঢ়তা। উলুবেড়িয়ায় বৃষ্টি হয়েছে ৫৯.২ মিমি, বাঁকুড়ায় ৪৮.৮ মিমি, দিঘায় প্রায় ৪৫ মিমি, বর্ধমানে ৪২.৭ মিমি, আসানসোলে ৪০ মিমি এবং কলকাতায় ১৯.২ মিমি।

প্রাসঙ্গিক প্রশ্নোত্তর

১. কবে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে?
👉 ২৩ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২. কোন কোন জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে?
👉 পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টি সবচেয়ে বেশি হবে বলে আশঙ্কা।

৩. উপকূলবর্তী অঞ্চলে কি ধরনের সতর্কতা জারি হয়েছে?
👉 হালদিয়া ও কলকাতা বন্দর সহ উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের ১৯ জুন পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৪. গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টি হয়েছে?
👉 উলুবেড়িয়ায় ৫৯.২ মিমি, বাঁকুড়ায় ৪৮.৮ মিমি, দিঘায় প্রায় ৪৫ মিমি, বর্ধমানে ৪২.৭ মিমি, আসানসোলে ৪০ মিমি এবং কলকাতায় ১৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

৫. ঝোড়ো হাওয়ার গতিবেগ কত হতে পারে?
👉 ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।