তিন মাস হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। তিনি অবসাদগ্রস্ত ছিলেন কী না তা তদন্তসাপেক্ষ। তবে এই বহুমুখী প্রতিভাকে অকালে হারিয়ে গোটা দেশ যে অবসাদে ভুগছে আজো তা প্রতিমুহূর্তে উপলব্ধি করা যায়। অভিনেতাকে যোগ্য সম্মান না দিতে পারার আফসোস আপামর ভারতবাসীর মধ্যে। সুশান্তের অভিনীত ছবিগুলিও মানুষের মনকে উথালপাতাল করছে এখনো। এরই মধ্যে সুখবর এল সুশান্তের ভক্তদের জন্য।
একটি জাতীয় বিনোদনমূলক সংবাদ সংস্থা সূত্রে খবর ২০২১ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন সুশান্ত। ‘ছিঁছোড়ে’ ছবিতে অভিনয়ের জন্যই অভিনেতা পেতে চলেছেন ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান। এই খবর কিছুটা হলেও মনের ব্যথা কমাবে সুশান্তপ্রেমীদের। তবে আফসোস থাকবেই! প্রাপ্য সম্মান মানুষের মধ্যে থাকাকালীন গ্রহণ করতে পারলেন না তিনি।
কিছুদিন আগেই সুশান্তের দিদি শ্বেতাও সুশান্তের পাওয়া এক অভিনব সম্মানের ব্যাপারে জানিয়েছিলেন। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে ‘ক্যালিফোর্নিয়া লেজিসলেচার এসেম্বলি’ সুশান্তের সমাজের প্রতি যোগদানকে স্বীকৃতি দিয়ে সম্মান প্রদান করেন।