মাকড়সা গিলে খাচ্ছে একটি আস্ত পাখিকে, অবাক করা ভিডিও ভাইরাল
মাকড়সা দেখে প্রত্যেকেই ভয় পায়। আর বিষধর মাকড়সাদের প্রজাতির মধ্যে এক অন্যতম প্রজাতি হল ট্যারেন্টুলা। ট্যারেন্টুলা কামড়ালে তো যেকোনো বড় মানুষ মারা যেতে পারে। এই ভিডিওটায় দেখা যাচ্ছে একটি বড় মাকড়সা তার থেকে দ্বিগুন বড় আকারের একটি পাখিকে গোগ্রাসে খেয়ে ফেলছে।
পাখিটার আকারে থেকে মাকড়সাটি যথেষ্ট ছোট। কিন্তু তাহলে কি হয়েছে আকার দেখে শিকারির ক্ষমতা বোঝা যায় না, একথা প্রমান করে দিয়েছে এই ভিডিওটি। ৫৪ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে পাঁচিলের গায়ে মাকড়সাটি বসে একটি ঝুলন্ত পাখিকে আস্তে আস্তে খেয়ে ফেলছে।
ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই প্রায় ৩ লক্ষের উপর মানুষ এটি দেখে ফেলেছে। তবে ভিডিওটি দেখে একেক জন মানুষ একেক রকম কমেন্ট করেছেন। কেউ বলেছেন এই মাকড়সাকে কি ভয়ঙ্কর কেউবা আবার পাখিটির প্রতি দরদ দেখিয়েছেন। কিন্তু যে যাই বলুক প্রকৃতির নিয়ম কিন্তু মেনে নিতেই হবে। না হলে তো বাস্তুতন্ত্রে খাদ্য ও খাদকের শৃঙ্খলা থাকতোই না। অস্তিত্বের লড়াই এর জন্য খেয়ে বেঁচে থাকতেই হবে তার জন্য কোন একজনকে তো প্রাণ দিতেই হবে। দেখে নিন সেই ভিডিও।
An Avicularia munching on a bird. pic.twitter.com/rmwURWD3CP
— Nature is Scary (@AmazingScaryVid) September 19, 2020