Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

ছাত্রদের জন্য সুবর্ণ সুযোগ, ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে TATA গ্রুপ

মুম্বইয়ের বেকার তরুণদের জন্য এল নতুন সুযোগের দরজা। এবার টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এল ছয় মাসের ফুল-টাইম HR ইন্টার্নশিপ, যেখানে থাকছে মাসিক ১০,০০০ টাকার স্টাইপেন্ড, প্রশিক্ষণের সঙ্গে সার্টিফিকেট এবং রেকমেন্ডেশন লেটারও। টা সন্স এবং AIA গ্রুপের যৌথ উদ্যোগে গঠিত এই সংস্থা তাদের মুম্বই অফিসে ছয় মাসের জন্য একদল তরুণ-তরুণীকে HR বিভাগে ইন্টার্ন হিসেবে নিযুক্ত করতে চলেছে। আবেদনকারীদের অবশ্যই মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহ ও দক্ষতা থাকতে হবে। এই ইন্টার্নশিপটি পুরোপুরি ইন-অফিস এবং ফুল-টাইম ভিত্তিতে হবে। প্রশিক্ষণের সময় প্রার্থীরা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, আবেদন বাছাই, প্রার্থী পরিচালনা, অনবোর্ডিং এবং ইন্টারভিউ ক্যালেন্ডার ম্যানেজমেন্টের মতো বিভিন্ন বাস্তবিক কাজের সঙ্গে পরিচিত হতে পারবেন।

আবেদন করার সময়সীমা শুরু হয়েছে ২ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ৬ আগস্ট ২০২৫ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের জন্য এটি হতে পারে HR ক্ষেত্রে ভবিষ্যৎ কেরিয়ার গড়ার এক দৃঢ় মঞ্চ। ইন্টার্নশিপ শেষে সংস্থা পক্ষ থেকে একটি প্রশংসাপত্র এবং রেফারেন্স লেটার দেওয়া হবে, যা পরবর্তী চাকরির সন্ধানে অত্যন্ত সহায়ক হতে পারে। এই ধরনের উদ্যোগ বেকার যুব সমাজের কর্মসংস্থানের পথ খুলে দিচ্ছে, এবং বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্পোরেট জগতে প্রবেশের উপযুক্ত প্রস্তুতি নিতে পারছে। টাটা এআইএ-এর এই পদক্ষেপ ইতিমধ্যেই তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 পাঠকের জন্য তথ্যভিত্তিক প্রশ্নোত্তর (FAQ)

১. এই ইন্টার্নশিপের সময়সীমা কতদিনের?
→ এই ইন্টার্নশিপটি ছয় মাসের এবং ইন-অফিস ভিত্তিক ফুল-টাইম।

২. প্রতিমাসে কত স্টাইপেন্ড দেওয়া হবে?
→ প্রতি মাসে ১০,০০০ স্টাইপেন্ড দেওয়া হবে।

৩. কে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন?
→ যাঁরা বেকার, মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা এবং HR বা সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহী, তাঁরাই আবেদন করতে পারবেন।

৪. আবেদন করার শেষ তারিখ কী?
→ আবেদন জানানো যাবে ২ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৫ পর্যন্ত।

৫. ইন্টার্নশিপ শেষে কী সুবিধা মিলবে?
→ প্রশংসাপত্র (Certificate) এবং সুপারিশ পত্র (Letter of Recommendation) প্রদান করা হবে।