Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Tatkal Ticket: তৎকাল টিকিট পেতে বাধ্যতামূলক আধার লিঙ্ক, ১ জুলাই থেকে বড় বদল রেলের নিয়মে

রেলযাত্রীদের জন্য বড় ঘোষণা! আগামী ১ জুলাই, ২০২৫ থেকে IRCTC-র মাধ্যমে তৎকাল টিকিট কাটতে গেলে বাধ্যতামূলকভাবে আধার কার্ড যুক্ত করতে হবে। শুধু তাই নয়, ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে OTP যাচাইকরণের নতুন নিয়ম। যাত্রী নিরাপত্তা ও সিস্টেমে স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।প্রায়ই দেখা যায়, তৎকাল টিকিটের ক্ষেত্রে সাধারণ যাত্রীরা পিছিয়ে পড়েন—কারণ, এজেন্টরা প্রযুক্তির সুবিধা নিয়ে মুহূর্তেই সমস্ত টিকিট তুলে নেন। এবার সেই পরিস্থিতি বদলাতে চলেছে। IRCTC জানিয়ে দিয়েছে, ১ জুলাই থেকে শুধুমাত্র আধার-যুক্ত ও প্রমাণিত অ্যাকাউন্টের মাধ্যমেই তৎকাল টিকিট বুকিং সম্ভব হবে।

এরপর দ্বিতীয় ধাপে, ১৫ জুলাই থেকে OTP যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে। তা অনলাইন, কাউন্টার বা এজেন্ট—সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই OTP পাঠানো হবে সংশ্লিষ্ট যাত্রীর আধার-যুক্ত মোবাইল নম্বরে।তাছাড়া এজেন্টদের জন্যও কড়া বিধিনিষেধ জারি হয়েছে। AC শ্রেণির তৎকাল টিকিটের জন্য সকাল ১০টা থেকে ১০:৩০ পর্যন্ত এবং Non-AC টিকিটের ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১১:৩০ পর্যন্ত তাঁরা কোনও টিকিট কাটতে পারবেন না। এই সময় বরাদ্দ থাকবে শুধুমাত্র সাধারণ যাত্রীদের জন্য।

এছাড়াও, আধার-যুক্ত অ্যাকাউন্টের ব্যবহারকারীরা এক মাসে সর্বাধিক ২৪টি টিকিট কাটতে পারবেন। অন্যদিকে, যাঁদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই, তাঁদের টিকিট কাটার ক্ষমতা সীমাবদ্ধ থাকবে মাত্র ১২টি।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তৎকাল ব্যবস্থায় স্বচ্ছতা ও জালিয়াতি রুখতে AI ও অ্যান্টি-বট প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে, বট বা স্ক্রিপ্ট চালিয়ে একসঙ্গে বহু টিকিট কেটে নেওয়ার প্রবণতাও নিয়ন্ত্রণে থাকবে।এই পরিবর্তনগুলি সাধারণ যাত্রীদের স্বার্থে গ্রহণ করা হয়েছে, যাতে প্রকৃত যাত্রীরা সহজে টিকিট পান এবং মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভর করতে না হয়।

FAQ – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. কবে থেকে আধার লিঙ্ক বাধ্যতামূলক হচ্ছে?
→ আগামী ১ জুলাই, ২০২৫ থেকে তৎকাল টিকিট কাটতে আধার-যুক্ত IRCTC অ্যাকাউন্ট বাধ্যতামূলক।

২. OTP যাচাইকরণের নিয়ম কবে থেকে চালু হবে?
১৫ জুলাই, ২০২৫ থেকে সমস্ত বুকিং-এ OTP যাচাই বাধ্যতামূলক হবে।

৩. এজেন্টদের জন্য কী সময়সীমা নির্ধারিত হয়েছে?
→ AC ক্লাসে সকাল ১০টা থেকে ১০:৩০ এবং Non-AC ক্লাসে ১১টা থেকে ১১:৩০ অবধি এজেন্টরা টিকিট কাটতে পারবেন না।

৪. মাসে কতগুলি টিকিট কাটতে পারবেন?
→ আধার-যুক্ত অ্যাকাউন্ট থেকে মাসে সর্বাধিক ২৪টি এবং সাধারণ অ্যাকাউন্টে ১২টি টিকিট কাটা যাবে।

৫. এই পরিবর্তনের উদ্দেশ্য কী?
→ ফ্রড রোধ, সাধারণ যাত্রীর প্রবেশগম্যতা বাড়ানো এবং বুকিংয়ে স্বচ্ছতা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।