Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Indian Railways: রেল টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! এখন কতদিন আগে কাটবেন টিকিট? জেনে নিন নতুন নিয়ম

অনেকেই ভেবেছিলেন বদল আসছে, কিন্তু রেল জানিয়ে দিল—Tatkal ও Premium Tatkal টিকিট বুকিং-এর নিয়ম ও সময় একদম আগের মতোই রয়েছে। যাত্রীদের বিভ্রান্তি দূর করতে IRCTC ও কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ একজোটে জানিয়েছে, টিকিট কাটার সময় বা নিয়মে কোনও পরিবর্তন হয়নি।

আগের নিয়মেই টিকিট বুকিং

Tatkal E-ticket সাধারণত যাত্রার একদিন আগে বুক করা যায়। AC ক্লাসের জন্য সকাল ১০টা এবং Non-AC ক্লাসের জন্য সকাল ১১টা থেকে বুকিং শুরু হয়। এই সময়সীমা আগেও যেমন ছিল, এখনও তেমনই রয়েছে। টিকিট এজেন্টদের জন্যও সময় একই রকম থাকছে।

তৎকাল টিকিটের চার্জ কত?

Tatkal টিকিট কাটতে গেলে যাত্রীদের অতিরিক্ত টাকা গুনতে হয়। Second Class-এর ক্ষেত্রে মূল ভাড়ার ১০% এবং অন্যান্য ক্লাসের ক্ষেত্রে ৩০% চার্জ হিসাবে নেওয়া হয়। এই চার্জ স্ট্রাকচারও অপরিবর্তিত রয়েছে।

রিফান্ডের নিয়মে কোনও বদল নেই

অনেকেই ভাবেন, টাটকাল টিকিট ক্যানসেল করলে পুরো টাকা ফেরত পাওয়া যায়। কিন্তু বিষয়টা ঠিক তেমন নয়। Confirmed Tatkal টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়া যায় না। তবে RAC বা Waitlisted টিকিট বাতিল হলে নিয়ম অনুযায়ী কিছুটা রিফান্ড দেওয়া হয়।

সোশাল মিডিয়ায় গুজব, রেলের সাফাই

সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় Tatkal timing পরিবর্তন সংক্রান্ত কিছু পোস্ট ঘুরে বেড়াচ্ছিল, যা যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এই গুজব রুখতেই রেলওয়ে বোর্ড ও IRCTC স্পষ্ট করে জানিয়ে দেয়—Tatkal বুকিং টাইমিং বা চার্জে কোনও পরিবর্তন হয়নি।

FAQ: সাধারণ প্রশ্নোত্তর

১. এখন কোন সময়ে Tatkal টিকিট কাটতে হয়?
AC ক্লাসের টিকিট সকাল ১০টায় এবং Non-AC ক্লাসের টিকিট সকাল ১১টায় বুক করা যায়।

২. টিকিট এজেন্টদের সময়সূচি কি আলাদা?
না, টিকিট এজেন্টদের সময়সূচিও যাত্রীদের মতোই একই রয়েছে।

৩. Tatkal টিকিট বাতিল করলে কি পুরো রিফান্ড মেলে?
না, Confirmed Tatkal টিকিট বাতিল করলে রিফান্ড দেওয়া হয় না। তবে RAC বা Waitlisted টিকিট বাতিল হলে রিফান্ড পাওয়া যায়।

৪. Tatkal টিকিট কাটলে অতিরিক্ত কত টাকা দিতে হয়?
Second Class-এ ১০% ও অন্যান্য শ্রেণীতে ৩০% অতিরিক্ত চার্জ ধার্য হয়।

৫. নিয়মে কি ভবিষ্যতে কোনও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে?
বর্তমানে এমন কোনও ঘোষণা নেই, তবে প্রয়োজন হলে রেল ভবিষ্যতে পরিবর্তন আনতে পারে।