Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Tatkal Ticket Booking Rules: তৎকাল টিকিটের নিয়মে বড় বদল, এবার থেকে রেল যাত্রীদের জন্য কঠোর নিয়ম জারি

তৎকাল টিকিট বুকিংয়ে চলতি বছর জুলাই মাস থেকে কড়া নিয়ম আনছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে, যেখানে আধার নম্বর ও ওটিপি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, রেল এজেন্টদের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যাতে সাধারণ যাত্রীরা আগেই সুবিধা পান।

নতুন কী নিয়ম আসছে?

২০২৫ সালের ১ জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে গেলে IRCTC-এর ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে আধার-ভিত্তিক প্রমাণীকরণ (authentication) আবশ্যক হবে। এরপর ১৫ জুলাই থেকে চালু হবে আধার-সংযুক্ত ওটিপি যাচাই। শুধু অনলাইনই নয়, এই নিয়ম প্রযোজ্য হবে PRS কাউন্টার ও অনুমোদিত রেল এজেন্টদের ক্ষেত্রেও।

বুকিংয়ের সময়সীমা ও নিয়ন্ত্রণ

রেল জানিয়েছে, তৎকাল বুকিংয়ের সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি।

  • AC ক্লাসের জন্য: সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট

  • নন-AC ক্লাসের জন্য: সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট

তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই সময়ের প্রথম ৩০ মিনিটে অনুমোদিত রেল এজেন্টরা আর টিকিট কাটতে পারবেন না। ফলে এই সময়ে শুধুমাত্র সাধারণ যাত্রীরা বুকিংয়ের সুযোগ পাবেন।

কেন এই ব্যবস্থা?

প্রায় ৬২.৫ শতাংশ AC ও ৬৬.৪ শতাংশ নন-AC তৎকাল টিকিট প্রথম ১০ মিনিটেই বুক হয়ে যায়। দিনে গড়ে ২.২৫ লক্ষ তৎকাল টিকিট অনলাইনে বুক করা হয়। এতে প্রায়ই দেখা যায় যে সাধারণ যাত্রীরা টিকিট পান না, বরং কিছু এজেন্ট বা সফটওয়্যার ব্যবহারকারীরা টিকিট ব্লক করে ফেলেন।এই সমস্যা রুখতেই রেল এবার AI ও অ্যান্টি-বট প্রযুক্তি ব্যবহার করতে চলেছে, যাতে স্বয়ংক্রিয় বুকিং ও প্রতারণা কমানো যায়।

প্রশ্নোত্তর (FAQ)

১. কবে থেকে তৎকাল টিকিট কাটতে আধার বাধ্যতামূলক হচ্ছে?
১ জুলাই ২০২৫ থেকে।

২. ওটিপি যাচাই কবে থেকে শুরু হবে?
১৫ জুলাই ২০২৫ থেকে সব অনলাইন ও অফলাইন বুকিংয়ের ক্ষেত্রে।

৩. এজেন্টরা কেন ৩০ মিনিট অপেক্ষা করবেন?
সাধারণ যাত্রীদের অগ্রাধিকার দেওয়ার জন্য, যাতে স্বচ্ছতা বাড়ে।

৪. এই প্রযুক্তির সুবিধা কী হবে?
অ্যান্টি-বট ও AI প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয় ও ভুয়ো বুকিং ঠেকানো যাবে।

৫. প্রতিদিন কতগুলি তৎকাল টিকিট বুক করা হয়?
প্রতিদিন গড়ে প্রায় ২,২৫,০০০ তৎকাল টিকিট অনলাইনে বুক হয়।