রেলের তৎকাল টিকিট বুকিং নিয়মে আসছে একাধিক বড় পরিবর্তন। ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে এই নতুন নির্দেশিকা। লক্ষ্য—বাল্ক বুকিং রুখে স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করা। আধার যাচাইকরণ থেকে শুরু করে রিজার্ভেশন চার্ট প্রকাশে পরিবর্তন—সব মিলিয়ে যাত্রীদের জন্য নতুনভাবে প্রস্তুত হচ্ছে ভারতীয় রেল। প্রথম বড় বদল, ১ জুলাই ২০২৫ থেকে IRCTC-র মাধ্যমে তৎকাল টিকিট কাটতে গেলে বাধ্যতামূলকভাবে আধার নম্বর লিঙ্ক করতে হবে। অর্থাৎ, যাঁরা অনলাইনে তৎকাল বুকিং করেন, তাঁদের আগে আধার নম্বর অ্যাকাউন্টে যুক্ত করা ছাড়া টিকিট কাটা যাবে না।
পরবর্তী পর্যায়ে, ১৫ জুলাই ২০২৫ থেকে আরও কড়াকড়ি করা হচ্ছে। এবার শুধু IRCTC নয়, অনলাইন, কাউন্টার এবং এজেন্ট বুকিং—সব ক্ষেত্রেই OTP-ভিত্তিক আধার যাচাইকরণ আবশ্যিক করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে মূলত দালালচক্র ও ভুয়ো বুকিং বন্ধ করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। এজেন্টদের ক্ষেত্রেও আসছে কড়া বিধি। তাঁরা তৎকাল টিকিট বুকিং উইন্ডো খোলার পর প্রথম ৩০ মিনিট কোনও টিকিট কাটতে পারবেন না।
-
এসি শ্রেণির ক্ষেত্রে সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট
-
নন-এসি শ্রেণির ক্ষেত্রে সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
এই নিয়ম যাত্রীদের স্বাভাবিক অ্যাক্সেস বজায় রাখতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, এজেন্টরা উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক টিকিট কাটেন, ফলে সাধারণ যাত্রীরা বঞ্চিত হন। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল রিজার্ভেশন চার্ট তৈরি নিয়ে। আগে যেখানে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে চার্ট প্রকাশ করা হত, এখন তা ৮ ঘণ্টা আগে প্রকাশ করা হবে। এর ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা আগে থেকেই তাঁদের স্ট্যাটাস জানতে পারবেন ও অন্য পরিকল্পনা করতে পারবেন। রেলও PRS (Passenger Reservation System) আধুনিকীকরণের কাজ করছে। এই নয়া ব্যবস্থায় প্রতি মিনিটে ১.৫ লক্ষ পর্যন্ত বুকিং প্রসেস করা সম্ভব হবে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে। পাশাপাশি, এসি কোচের ওয়েটিং কোটাও ৬০% পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে আরও বেশি যাত্রী সুযোগ পান।
প্রশ্নোত্তর (FAQ):
১. তৎকাল টিকিট বুকিংয়ে আধার বাধ্যতামূলক হচ্ছে কবে থেকে?
১ জুলাই ২০২৫ থেকে IRCTC অনলাইন তৎকাল টিকিট কাটতে হলে আধার লিঙ্ক করতে হবে।
২. OTP ভিত্তিক যাচাইকরণ সব ধরনের বুকিংয়ে কবে থেকে চালু হবে?
১৫ জুলাই ২০২৫ থেকে অনলাইন, কাউন্টার ও এজেন্ট বুকিং—সব ক্ষেত্রেই OTP ভিত্তিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক।
৩. এজেন্টরা তৎকাল টিকিট কবে থেকে কাটতে পারবেন?
এসি টিকিটের ক্ষেত্রে সকাল ১০:৩০-এর পর এবং নন-এসি-র ক্ষেত্রে সকাল ১১:৩০-এর পর বুকিং করতে পারবেন।
৪. রিজার্ভেশন চার্ট এখন কবে প্রকাশিত হবে?
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট প্রকাশিত হবে।
৫. PRS আধুনিকীকরণে কী কী সুবিধা আসছে?
প্রতি মিনিটে ১.৫ লক্ষ বুকিং প্রসেস করার ক্ষমতা এবং এসি কোচের ওয়েটিং কোটার পরিমাণ ৬০% পর্যন্ত বাড়ানো হয়েছে।