Hoop Diary

আজকের দিনের ইতিহাস

আজ ৩রা অক্টোবর, চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনটিতে কি কি স্মরণীয় মুহূর্ত ঘটে গিয়েছে ইতিহাসের পাতায়:-

ঘটনাবলী-»
১) ১৭৯১ সালে আজকের দিনে প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন এন্ড অরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।

২) ১৮৬৬ সালে ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

৩) ১৯৪৫ সালে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।

৪) ১৯৭৮ সালে আজকের দিনে ভারতে প্রথম টেস্টটিউব বেবি জন্মগ্রহণ করেছিল।

জন্ম-»
১) ১৮৭৭ সালে আজকের দিনের হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় নামের এক খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জন্মগ্রহণ করেছিলেন।

২) ১৮৯৫ সালে আজকের দিনে রুশ কবি সের্গেই ইয়েসেনিন জন্মগ্রহণ করেন।

৩) ১৯০৪ সালে আজকের দিনে নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসন জন্মগ্রহণ করেন।

৪) ১৯৭৩ সালে আজকের দিনে ব্রিটিশ অভিনেত্রী লিনা হিডি জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৮৯৬ সালে আজকের দিনে উইলিয়াম মরিস, ইংরেজ টেক্সটাইল ডিজাইনার কবি ঔপন্যাসিক অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী মৃত্যুবরণ করেন।

২) ১৯৫২ সালে বাঙালি পণ্ডিত গবেষক সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজকের দিনে মৃত্যুবরণ করেন।

৩) ১৯২৩ সালে ব্রিটিশ ভারতের প্রথম দ্বিতীয় মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আজকের দিনে মৃত্যুবরণ করেন।

৪) ১৯৮৯ সালে আজকের দিনে ওস্তাদ বাহাদুর হোসেন খান নামের এক বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, সুরকার ও সরোদ বাদক মৃত্যুবরণ করেন।

Related Articles