Hoop Diary

আজকের দিনেই ঘটে গিয়েছিল কি কি স্মরণীয় ঘটনা রইল তথ্য

আজ ৭ই অক্টোবর, চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনটির বিশেষ গুরুত্ব:-

ঘটনাবলী-»
১) ১৮২৬ সালে আজকের দিনে প্রথম মাধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয়।

২) ১৮৭১ সালে আজকের দিনে শিকাগোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫০ জন লোক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

৩) ১৯৩২ সালে আজকের দিনে রয়াল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।

৪) ১৯৫০ সালে আজকের দিনে কলকাতায় মাদার টেরিজার মিশনারিজ অফ চারিটি প্রতিষ্ঠিত হয়।

৫) ১৯৯৫ সালে আজকের দিনে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক লোক মারা যায়।

জন্ম-»
১) ১৭৪৮ সালে আজকের দিনে সুইডেনের রাজা দ্বাদশ চার্লস জন্মগ্রহণ করেন।

২) ১৭৭৫ সালে আজকের দিনে বাঙালি লেখক ও সংস্কৃত পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার জন্মগ্রহণ করে।

৩) ১৮৭০ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হেনরি টেবরার জন্মগ্রহণ করেন।

৪) ১৮৭৬ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার লুইস ট্যানক্রেড জন্মগ্রহণ করেন।

৫) ১৯১২ সালে আজকের দিনে খ্যাতনামা বাঙালির সাংবাদিক ও প্রাক্তন সম্পাদক অশোক কুমার সর্কার জন্মগ্রহণ করেন।

৬) ১৯১৪ সালে আজকের দিনের স্বনামধন্য ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী গজল, দাদরা, ঠুমরী গায়িকা বেগম আখতার জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৯৭৮ সালে আজকের দিনে বাঙালি নাট্যকার, উপন্যাসিক, অনুবাদক এবং জীবনীকার আকবর উদ্দিন মৃত্যুবরণ করেন।

২) ১৯৮৩ সালে আজকের দিনে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জর্জ ওগডেন এবেল মৃত্যুবরণ করেন।

৩) ১৯৯২ সালে আজকের দিনে জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট মৃত্যুবরণ করেন।

৪) ২০০১ সালে আজকের দিনে ইংরেজ ক্রিকেটার আল্ফ গোভার মৃত্যুবরণ করেন।

৫) ২০১৬ সালে আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার জনসন গ্লিসন মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ বিশ্ব সেরিব্রাল পলসি দিবস।

Related Articles