whatsapp channel

আজকের দিনের ইতিহাস

১লা অক্টোবর, চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনটিতে কি কি স্মরণীয় মুহূর্ত ঘটে গিয়েছে ইতিহাসের পাতায়:- জন্ম-» ১) ১৮৪৭ সালে অ্যানি বেসান্ত নামে এক ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রম্ভজ্ঞানী, নারী অধিকার,…

Avatar

HoopHaap Digital Media

১লা অক্টোবর, চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনটিতে কি কি স্মরণীয় মুহূর্ত ঘটে গিয়েছে ইতিহাসের পাতায়:-

জন্ম-»
১) ১৮৪৭ সালে অ্যানি বেসান্ত নামে এক ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রম্ভজ্ঞানী, নারী অধিকার, আন্দোলনকারী, লেখক, বাগ্মী এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক জন্মগ্রহণ করেন।

২) ১৮৬১ সালে নীলরতন সরকার ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

৩) ১৯০৬ সালে ভারতীয় সুরকার ও সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন আজকের দিনে জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৯৪২ সালে ব্রজমোহন জানা নামের এক বাঙালি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আজকের দিনে মৃত্যুবরণ করেন।

২)১৯৯০ সালে জন স্টুয়ার্ট মিল নামে এক আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী আজকের দিনে মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media