Hoop Diary
আজকের দিনের ইতিহাস
১লা অক্টোবর, চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ দিনটিতে কি কি স্মরণীয় মুহূর্ত ঘটে গিয়েছে ইতিহাসের পাতায়:-
জন্ম-»
১) ১৮৪৭ সালে অ্যানি বেসান্ত নামে এক ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রম্ভজ্ঞানী, নারী অধিকার, আন্দোলনকারী, লেখক, বাগ্মী এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ত শাসনের সমর্থক জন্মগ্রহণ করেন।
২) ১৮৬১ সালে নীলরতন সরকার ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
৩) ১৯০৬ সালে ভারতীয় সুরকার ও সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
মৃত্যু-»
১) ১৯৪২ সালে ব্রজমোহন জানা নামের এক বাঙালি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আজকের দিনে মৃত্যুবরণ করেন।
২)১৯৯০ সালে জন স্টুয়ার্ট মিল নামে এক আয়ারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী আজকের দিনে মৃত্যুবরণ করেন।
অন্যান্য-»
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস।