Advertisements

Web Series: বসকে খুশি করতে চরম কুকীর্তি যুবতীর, সাহসিকতার সীমা অতিক্রম করলো এই ওয়েব সিরিজ

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিরিজ রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন, বাড়িতে বসে সিরিজ দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজগুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিরিজ রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা। শুধুমাত্র উল্লু নয়, যে কোন ধরনের ইউটিউব চ্যানেলেই কিন্তু এই ধরনের মাত্রাতিরিক্ত শারীরিক শয্যার দৃশ্য সমেত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Read More: ঝকঝকে পরিষ্কার হবে কমোড, দূর হবে দুর্গন্ধ! হারপিক নয়, ১০ টাকার এই পাউডারে হবে কাজ

বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে অ্যান্ড্রয়েড ফোন থাকে। আর আমাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় থাকে না। ঠিক সেই সময় রাতে যদি একটা মুঠোফোন থাকে, তাহলেই কিন্তু আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাইতো বর্তমান প্রজন্ম অনেক অংশে ঝুঁকছে, এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে। অবশ্যই এই সিরিজগুলো দেখতে গেলে আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হয়।

সম্প্রতি অসাধারণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এক যুবতী সে তার অফিসের বসের কাছে একেবারে রীতিমতো আস্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছেন নিজেকে। প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে, অফিসের বসের কাছে এক যুবতী চেয়েছে, চাকরির জন্য এবং সেখানে গিয়ে অফিসের বস পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন, সেই যুবতীর টাকার ভীষণ দরকার সেই জন্য তিনি।

Read More: একবার চার্জ দিয়ে ঘুরে আসুন দীঘা থেকে, বাইকের সমান দামে অত্যাধুনিক ই-স্কুটার

তারপরে দেখতে পাওয়া যায়, এই অফিসের বস একটা ভিডিও কল করে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য ফোনের মধ্যে রেকর্ড করে সবাইকে দিয়ে দিচ্ছেন এবং এইভাবেই তিনি যুবতীকে বাধ্য করছেন, কিন্তু তারপরে কি হবে সেটা দেখতে অবশ্যই আপনাকে পুরো ওয়েব সিরিজ দেখতে হবে। hulchul app এর মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে সকলের কাছে। trapped নামের এই অসাধারণ ওয়েব সিরিজটি দেখা মাত্রই কিন্তু প্রত্যেকের ভালোলাগা তৈরি হয়েছে।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow