Hoop Diary
ত্রিপুরার আগরতলায় অবস্থিত মা ত্রিপুরা সুন্দরী মন্দিরের অজানা তথ্য
ত্রিপুরার আগরতলা থেকে ৫৫ কিলোমিটার দূরে একটি হিন্দু মন্দির হল ত্রিপুরা সুন্দরী মন্দির। এটি এই অঞ্চলের পবিত্র হিন্দু মন্দির হিসাবে পরিচিত। ত্রিপুরার মহারাজা ধনিয়া মানিক্যের ১৫০১ সালে নির্মিত একটি ত্রিস্তর ছাদযুক্ত মন্দির।
মন্দিরের গর্ভগৃহে দেবদেবীর কালো রঙের মূর্তি রয়েছে। ৫ ফুট উচ্চতার বৃহত্তর ত্রিপুরা সুন্দরী। এছাড়া আছে একটি ছোট মূর্তি। লোকোকাহিনী বলে, এই ছোট মূর্তিটি ত্রিপুরার রাজা যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিলেন।
এটি অত্যন্ত জনপ্রিয় একটি সতীপীঠ। পুরানে এবং পৌরাণিক কাহিনীতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এখানে পশু বলিদান করার একটি রীতি প্রচলিত আছে।