খোলা আকাশের নীচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে দুটি সুবিশাল সাপ, তুমুল ভাইরাল ভিডিও
আফ্রিকার অঞ্চলের একটি বিপদজনক এবং ভয়ঙ্কর সাপ হল ব্ল্যাক মাম্বা। আফ্রিকার একটা বিশাল অংশ জুড়ে এদের বসতি। এই সাপ দেখা যায় ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানায়, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, নামিবিয়া, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং কঙ্গো প্রভৃতি এলাকার সাবানা অঞ্চল, কাষ্ঠল বনাঞ্চল এবং শিলাময় অঞ্চলে এদেরকে লক্ষ্য করা যায়। এরা প্রচন্ড ভয়ঙ্কর সাপ গুলির মধ্যে অন্যতম। এরা ভয় পেলে প্রচন্ড আক্রমণাত্মক এবং পাল্টা আক্রমণ করতে কোনভাবে দ্বিধা করে না।
একটি পূর্ণবয়স্ক কালো মাম্বার দৈর্ঘ্য ২.৫ মিটার, তবে ৪ মিটারের ব্ল্যাক মাম্বার খোঁজ পাওয়া গেছে। তবে কালো মাম্বা বলতে সকলেই বোঝেন এর গায়ের রঙ হয়তো কালো। কিন্তু এই ধারণাটি একেবারেই ভুল এদের মুখের রং কালো রংয়ের তাই এর নাম ব্ল্যাক মাম্বা। হাঁ করলে মুখের ভেতরটা একেবারে পিচের মতন কালো।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গল্ফ মাঠের মধ্যে দুটি ভয়ংকর ব্ল্যাক মাম্বার লড়াই করছে। তাদের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। দুটি ভয়ংকর সাপ যখন এইভাবে নিজেদেরকে একেবারে জড়িয়ে নিয়ে লড়াই করে তখন তা প্রত্যেকের মধ্যেই শিহরণ সৃষ্টি করে।